সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

টাকা

হায়রে টাকা!
তুর জন্য জীবনটা হল ফাঁকা।
তুর জন্য মরি ধুকে ধুকে,
যখন তুকে পাই তখন তুই নেই বুকে।
তুই কাউকে করিস ধনী কাউকে গরিব,
তুই সকলের নসিব।
দুনিয়াতে শুধু তোর খেলা,
তাই কেউ করে না তোর অবহেলা।
তুই জীবন, তুই মরণ,
তাই সবাই রাখে তুকে স্মরণ।
তুর নাম বাবু,
সবাইকে করিস কাবু।
তোর কারণে হয় বন্ধুত্ব নষ্ট,
আবার কেউ বা পায় কষ্ট।
কেউ বা গলায় দেয় তুর মালা,
কেউ বা পায় তুর জন্য জ্বালা।
হায়রে টাকা!
তোর জন্য জীবনটা হল ফাঁকা।
১২/০৯/১৯৯৯ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: