শুক্রবার, ২০ মে, ২০১৬

স্বরবর্ণের ছড়া

অ = অগাধ জলের মাছ যারা,
আ = আকাশ কুসুম ভাবেন তারা।
ই = ইঁদুর কপালে হয় যারা,

ঈ = ঈদের চাঁদ পায় না তারা।
উ = উড়ন চন্ডী হয় যারা,
ঊ = ঊষাঢ় আলো পায়না তারা।
এ = এক চোখা স্বভাবের যারা,
ঐ = ঐক্যবদ্ধ হয় না তারা।
১৬/১১/২০০৩ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: