রবিবার, ২২ মে, ২০১৬

এমন কেন মানুষের জীবন?

কেউ ফুটপাতে থাকে,
কেউ সাততলায় থাকে।
কেউ শুটকির ভর্তা খায়,
কেউ পোলাও মাংস খায়।
কেউ ছেঁড়া কাঁথায় ঘুমায়,
কেউ লেপ-কম্বলে ঘুমায়।
এমন কেন মানুষের জীবন?

কেউ ভিক্ষা করে,
কেউ চাকুরী করে।
কেউ সন্ত্রাস করে,
কেউ নামায পড়ে।
কেউ দুঃখে থাকে
কেউ আনন্দে থাকে
এমন কেন মানুষের জীবন?
০৩/০৪/২০০৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: