সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

আবুল মিয়ার স্বপ্ন

আবুল মিয়া যাচ্ছে রাস্তা দিয়ে,
মাথায় এক দুধের কলসি নিয়ে।
স্বপ্ন দেখে দুধ বিক্রি করে,
মুরগি কিনে আনবে ঘরে।
তা থেকে অনেক বাচ্চা হবে,
পরে তা বিক্রি করে দিবে।
কিনবে সে এক ছাগল,
পালবে তার ছোট্ট ছেলে কমল।
ছাগলের বাচ্চায় যাবে ঘর ভরে,
আবার বিক্রি করে সে আসবে ঘরে।
পরে কিনবে গাভী, হবে বাছুর,
এই নিয়ে গড়ে স্বপ্নের বাসর।
গাভী বিক্রি করে দিবে মিল,
তখন সে হাসবে খিল খিল।
ক্যাশ বাক্সে বসে গুনবে টাকা,
ঘুরে আসবে রাজধানী ঢাকা।
কর্মচারী এসে ডাকবে হুজুর যেই,
রেগে বলবে, এখন সময় নেই।
যেই দিল সে তার মাথা ঝাকা,
কলসি পড়ে দুধ হলো সব ফাঁকা।
হায় খোদা! একি হলো আবুল মিয়ার,
পুজি, ব্যবসা সবই গেল তার।
আবুল মিয়ার স্বপ্ন ভেঙ্গে হল চুরমার
আকাশ-কুসুম ভাবার নেই দরকার।
১৯/০৯/২০০০ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: