রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

অদ্ভুত ভালোবাসা

এক
শীতের সকাল। গভীর ঘুমে আচ্ছন্ন রিয়াজ। মোবাইল বেজে উঠল। ঘুমের ঘোরে তাড়াহুড়া করে মোবাইলটি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বন্ধু রুবেল বলে উঠল, আজ আমার গায়ে হলুদ আর তুই এখনও ঘুমাচ্ছিস। জলদি ক্যামেরা নিয়ে চলে আয়।
রিয়াজ ঘুমের চোখে বললো, ঠিক আছে দোস্ত আমি আসছি।
ঘুম থেকে উঠেই রিয়াজ দ্রুত ওয়াশরুমে গেল। সেভ হয়ে গোসল করে নিল। সুটপ্যান্ট পড়ে রুবেলদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হল। সাথে তার প্রিয় ক্যামেরাটা নিয়ে আসল।

বিকেল বেলা গায়ে হলুদের আয়োজন চলছে। আত্মীয়স্বজন সবাই রুবেলকে হলুদ মাখিয়ে দিচ্ছে। ছেলে-মেয়ে অনেকেই রুবেলকে ঘিরে আছে। যে যেভাবে পারছে ছবি তুলছে। রিয়াজ দাঁড়িয়ে দেখছে।
রুবেল তখন বলে উঠল, কিরে রিয়াজ দাঁড়িয়ে রইলি কেন? ছবি তোল। ক্যামেরা কি দেখানোর জন্য নিয়ে আসছিস?
এই কথা শুনার পর একটি মেয়ে ফিক করে হেসে উঠল। মুহুর্তের মধ্যে রিয়াজের নজর চলে গেল ঐ মেয়েটির দিকে। খুব সাজগোজ করে আসছে। দেখতে পরীর মতো। বয়স ১৫/১৬ হবে। মেয়েটির সাথে রিয়াজের কথা বলতে ইচ্ছে করছে কিন্তু পরিচয় না থাকায় কথা বলতে পারছে না।
রিয়াজ কিছুটা লজ্জা পেয়ে বললো, ঠিক আছে বন্ধু ছবি তুলছি। রিয়াজ ছবি তুলছে। বেশ কয়েকটি ক্লিক দেয়ার পর ঐ মেয়েটির ছবিও রিয়াজের ক্যামেরায় বন্ধি হয়ে গেল। রিয়াজের ক্যামেরায় ঐ মেয়েটির ছবি বন্ধি হতে দেখে মেয়েটি এগিয়ে এসে বললো, ভাইয়া, আপনার ক্যামেরায় আমার ছবিটি উঠছে দেখিতো কেমন হইছে?
মেয়েটি স্বেচ্ছায় তার কাছে এসে কথা বলায় এবার রিয়াজ খুব আনন্দ অনুভব করে বললো, অবশ্যই দেখুন। এই বলেই ক্যামেরার স্কিনে ছবি ভাসিয়ে তার চোখের সামনে নিল। আর তখন মেয়েটি হা করে তাকিয়ে বললো, ওয়াও এত সুন্দর ছবি আপনি তুলতে পারেন! আমার আরো কয়েকটি ছবি তুলবেন ভাইয়া?
আপনি চাইলে অবশ্যই তুলব।
তাহলে আসনুনা ঐ দিকে বাগানে গিয়ে ছবি তুলি।
ঠিক আছে।
মেয়েটির আগে এবং রিয়াজ পিছনে হাঁটছে। রিয়াজ তখন বললো, আচ্ছা আপনার নামটা জানতে পারি।
মেয়েটি বললো, আমার ডাক নাম ঋতু। পুরো নাম নাজনীন সুলতানা।
সুন্দর নামতো। আমাদের দেশ ছয় ঋতুর দেশ। এর মধ্যে আপনি কোন ঋতু পছন্দ করেন?
বসন্ত ঋতু।
আমারওতো বসন্ত ঋতু পছন্দ।
তাই নাকি! আচ্ছা আপনার নামতো বললেন না।
রিয়াজ।
সুন্দর নামতো। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। কারণ আমি আপনার ছোট।
ও আচ্ছা ঠিক আছে।
দুজনে হাঁটতে হাঁটতে একটি ফুল বাগানে চলে আসল। বিভিন্ন পোজে ঋতু বেশ কয়েকটি ছবি তুললো। রিয়াজের তোলা ছবিগুলো এতই সুন্দর হয়েছে যে তা আর বলার অপেক্ষা রাখে না। ঋতু তার খুব প্রশংসা করলো।
ভাইয়া আপনি দারুন ছবি তুলতে পারেন। যেকোন মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে।
ঋতুর কথা শুনে রিয়াজ বললো, তাই নাকি! এখনও কোন মেয়ে আমার প্রেমে পড়েনি।
বলেন কি? এখনও কেউ আপনার প্রেমে পড়েনি। তাহলে শীঘ্রই প্রেমে পড়ে যাবে।
সেই অপেক্ষায় আছি।
ছবি তোলা শেষ করে দুজনেই বিয়ের আসরে চলে আসল।

এটি একটি উপন্যাস হবে। ক্রমশ...

1 টি মন্তব্য:

দৈনিক রূপসী টাঙ্গাইল Daily Ruposi Tangail বলেছেন...

..ভালো লাগলো আপনার লেখা উপন্যাস পড়ে