শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

বিরহের চিঠি

মনিরা! তুমি কেমন আছ?
আমার খুব জানতে ইচ্ছে করে।
কতদিন যাবত তোমার সাথে আমার দেখা নেই, কথা নেই, চিঠি লেখা নেই।
তুমি কি এখনো আমাকে মনে রেখেছ?
আমিতো তোমাকে একটি মুর্হূতের জন্যেও ভুলতে পারিনি,
কখনো ভুলতে পারব না।

মনিরা! তুমি কি জান?
এখনো তোমার কথা মনে হলে সারা রাত জেগে থাকি।
এখনো রাত জেগে তোমার চিঠিগুলো পড়ি।
এখনো তোমাকে নিয়ে কবিতা, গল্প, উপন্যাস লিখি।
এখনো তোমার কথা মনে হলে কাঁদি।
এখনো তোমার কথা ভেবে ভেবে রাত কেটে যায়, প্রতিটি মুর্হুত চলে যায়।
তুমি কি সে খবর রাখ?
জানি এ খবর কখনো রাখবে না, জানবে না, শুনবে না।
১৫/০৪/২০০৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: