গত ২৭/০৭/২০১৪ ইং তারিখে ঈদের ছুটিতে গ্রামের বাড়ীতে ঈদ করতে
গিয়েছিলাম। নরসিংদী থেকে নদী পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার
সলিমগঞ্জ নেমে ধরাভাঙ্গায় যাওয়ার পথে যা দেখলাম তা আপনাদের জন্য কুড়িয়ে
আনলাম।










একটি খালী লঞ্চ নরসিংদীতে যাচ্ছে ঈদের ঘরমুখো যাত্রী আনার জন্য

স্প্রীডবোর্ডে যাচ্ছে মানুষ

ইট ভাটা বর্ষার পানিতে ভাসছে

মেঘনা নদীর দুপাড়ের গ্রামে এভাবেই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়

একটি নষ্ট স্প্রীডবোর্ড একটি ট্রলারের পিছনে বেঁধে নেয়া হচ্ছে

পানিতে ভাসছে ধৈঞ্চা ক্ষেত

ধান ক্ষেত

দুষ্টু ছেলের দল এভাবে ডিকবাজী খেলে পানিতে খেলছে

সূর্য ডুবে গেছে আমিও বাড়িতে পৌঁছে গেলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন