মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

একান্ত সাক্ষাতকারে গল্পকার আমির ইশতিয়াক

রঙধনু ১. কতদিন যাবৎ লেখালেখি করছেন?
আমির ইশতিয়াক: ১৯৯৭ সালে নবম শ্রেণীতে অধ্যায়নরত থাকালীন সময় থেকে আমার লেখালেখির হাতেখড়ি। সেই থেকে আজ অবধি অবিরাম লিখেই যাচ্ছি। কখনো থেমে থেমে আবার কখনো একনাগারে। লেখতে লেখতে নাকি লেখক হওয়া যায়। তাই অবিরত লিখছি। জানিনা কতদুর যেতে পারব। আমার প্রথম লেখা প্রকাশিত হয় ২০০০ সনের জুন মাসে মাসিক চিকিৎসা সাময়িকীতে। সেই থেকে আজ পর্যন্ত আমি বিভিন্ন স্থানীয় পত্রিকা, সাপ্তাহিক ম্যাগাজিন. মাসিক ম্যাগাজিন, বিজ্ঞান-প্রযুক্তি-কম্পিউটার ও চিকিৎসা বিষয়ক মাসিক পত্রিকা, সাধারণ জ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা, দৈনিক পত্রিকা, কিশোর পত্রিকা, অনলাইন পত্রিকা, ব্লগ, ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করে আসছি।