বিশ্বকাপ ফুটবল
খেলা আসলেই ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা নিয়ে বাংলাদেশের একদল লোক ফেসবুকে বিভিন্ন
ছবি এডিটিং করে প্রচার করে। আবার অনেকেই রাস্তায় বিভিন্ন দেশের পতাকা এঁকে রাখে।
এগুলো কেন মানুষ প্রচার করে? কবে কোন এলাকার মানুষ
আর্জেন্টিনার পতাকার আদলে সামিয়াআনা কোন ডেকোরেটর এর কাছ থেকে এনে মিলাদ পড়ছেন আর
এটাকে আর্জেন্টিনার জন্য দোয়া করছেন বলে ফেসবুকে চালাচ্ছে! দু:খ লাগে তখন যখন দেখি
কিছু শিক্ষিত লোক তা প্রচার করে।
মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
দুরন্ত শৈশব
আমাদের ছোট্টবেলার শৈশবের দিনগুলো
ছিলো খুব মধুর। আমরা যারা শৈশব, কৈশোর পেরিয়ে এখন যৌবনে হাজির হয়েছি আমাদের সবার
মনে এখন উঁকি দেয় শৈশবের সেই স্মৃতিমধুর সোনালি দিনগুলো। আমরা সবাই একবাক্যে স্বীকার করব যে, শৈশবের সেই দিনগুলো সত্যিই
খুব মধুর ছিলো। শৈশবের কথা পড়ে অনেকে হয়তো স্মৃতিকাতর হয়ে পড়ছেন।
স্মৃতির পাতায় হাতড়াতে শুরু করেছেন ফেলে আসা সোনালি দিনগুলোর কথা। আবার অনেকে হয়তো এতোটাই স্মৃতিকাতর হয়ে পড়ছেন যে, এ
মুহূর্তে শৈশবের দুরন্তপনার সহযোগী সেই বন্ধুদের কথা মনে পড়ছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)