যারা লেখালেখি
করেন তারা নিশ্চয় জানেন একটা লেখা শুরু করা কতটা কঠিন। আপনার মাথায় হয়ত পুরোটা
কাহিনী এসে বসে আছে, অথচ
প্রথম লাইনটা কলমের আগায় আসছেই না। সেই কঠিন সময়কে জয় করেই আপনাকে সামনে এগিয়ে
যেতে হবে। আসলে লিখতে শুরু না করে লিখব, লিখব চিন্তা করে
সময় কাটানো অনেক সহজ। তাই যত তাড়াতাড়ি পারেন লেখার উদ্দ্যেশ নিয়ে খাতা বা কম্পিউটারের
সামনে বসে পড়বেন। তাহলে দেখবেন আপনা আপনিই আপনার কলমে বা কী-বোর্ডে লেখা চলে আসছে।
লেখাকে সাবলীল করতেও দরকার নিয়মিত লেখা,তা সে যত ছাইপাশই হোক। প্রতিদিন অন্তত একশত শব্দও লিখতে চেষ্টা করতে হবে। সেগুলো হতে পারে কুখাদ্য বা অখাদ্য। লিখলেই যে সব নোবেল প্রাইজ লেখা আসবে সে চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। লিখতে হবে অবিরত। কোন কাহিনী মাথায় না থাকলে যা খুশি লিখা যেতে পারে। মোটকথা প্রতিদিন নিয়ম করে লিখতে হবে। এবং সেটা যেমন মানেরই হোক।
লেখাকে সাবলীল করতেও দরকার নিয়মিত লেখা,তা সে যত ছাইপাশই হোক। প্রতিদিন অন্তত একশত শব্দও লিখতে চেষ্টা করতে হবে। সেগুলো হতে পারে কুখাদ্য বা অখাদ্য। লিখলেই যে সব নোবেল প্রাইজ লেখা আসবে সে চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। লিখতে হবে অবিরত। কোন কাহিনী মাথায় না থাকলে যা খুশি লিখা যেতে পারে। মোটকথা প্রতিদিন নিয়ম করে লিখতে হবে। এবং সেটা যেমন মানেরই হোক।