কৌতুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৌতুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫

হাসির বাক্স-১১



কৌতুক-৫১
ছেলে বাবাকে খুশি করার জন্য-
ছেলে: জানো বাবা, গতকাল না আমি রাত দুটো পর্যন্ত পড়াশোনা করেছি।
বাবা: মিথ্যে কথা বলছ কেন? গতকাল রাত তো বারটা থেকে লোডশেডিং ছিল।
ছেলে: ও তাই নাকি! আসলে আমি পড়াশোনায় এত নিবিষ্ট ছিলাম যে টেরই পাইনি।

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

হাসির বাক্স-১০


কৌতুক-৪৬
বিখ্যাত এক শহর। সেই শহরের বিশাল এক দোকানে অনেক মূল্য হ্রাস ঘোষনা করলো। যে দিন সকাল থেকে মূল্যহ্রাস শুরু। তার আগের দিন রাত থেকেই দোকানের গেটে প্রচুর লোক লাইন ধরলো। সকাল ৮টার দিকে বিশাল দেহী এক লোক শিষ দিতে দিতে ভীড় ঠেলে দোকানের গেটের দিকে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু রাত থেকে লাইন দেওয়া লোকজন তার বিশাল দেহের তোয়াক্কা না করে সবাই মিলে ধাক্কা দিয়ে তাকে পেছনের দিকে ঠেলে

শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫

হাসির বাক্স-৯



কৌতুক-৪১
এক ফকির আরেক ফকিরকে বলছে…
আজকে রাস্তায় ১০০ টাকা কুড়াইয়া পাইছিলাম!
১০০ টাকা দিয়া কি করলি?
ফালাইয়া দিছি!
কেন?
কথনো কি ১০০ টাকার নোটে তিনটা শুন্য দেখছশ?

সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫

হাসির বাক্স-৮



কৌতুক-৩৬
দিপু : চলতো টিপু চোখের ডাক্তারের কাছে যাই।
টিপু : কেন?
দিপু : আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না।
টিপু : তোর চোখ তো একদম ঠিক আছে।
দিপু : (রাগান্বিত হয়ে) তুই কী করে বুঝলি?
টিপু : ওই যে সূর্যটা দেখতে পাচ্ছিস?
দিপু : হ্যাঁ পাচ্ছি!
টিপু : তাহলে আর কতো দূরের জিনিস দেখবি?

রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

হাসির বাক্স-৭

 tumblr_lm5m9y1C701qd8bpuo1_500
কৌতুক-৩১
অফিসের বস ও পিয়নের মধ্যে কথোপকথন:
অফিসের বস পিয়নকে একটা ম্যাচ কিনে আনতে বললেন। তখন পিয়ন দোকান থেকে ম্যাচ কিনে এনে বসকে দিল।
বস ম্যাচ জ্বালাতে গিয়ে দেখলেন, একটা কাঠিও জ্বলছে না। বস তখন রাগে বলছে, ‘কী এনেছিস রে বোকা? একটা কাঠিও তো জ্বলছে না!’
পিয়ন তখন উত্তর দিল। ‘কী যে বলেন স্যার? প্রত্যেকটা কাঠি আমি নিজে জ্বালিয়ে দেখেই তারপই ম্যাচটা কিনে এনেছি স্যার।’

শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-৬


কৌতুক-২৬
দুই বন্ধুর মধ্যে কথোপকথন:
প্রথম বন্ধু: দোস্ত, আমাকে শখানেক ইঁদুর আর শখানেক আরশোলা জোগাড় করে দিতে পারবে?
দ্বিতীয় বন্ধু: কেন, এগুলো দিয়ে তুমি কি করবে?
প্রথম বন্ধু: ভাড়া বাসা ছেড়ে দিচ্ছি। কিন্তু বাড়িওয়ালা বলেছেন, তার বাড়িটি যে-রকম ছিল সে রকম রেখে যেতে। তাই ওগুলো দরকার।

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-৫

কৌতুক-২১
ছেলে ও মায়ের মধ্যে কথা হচ্ছে:
ছেলে: আচ্ছা মা, বাইরের ঘরে যে বড় আয়নাটা আছে সেটা যদি কেউ ভেঙে ফেলে, তাহলে কী করবে?
মা: মেরে তার পিঠের চামড়া তুলে ফেলব।
ছেলে: তাহলে বাবার পিঠের চামড়া তুলে ফেল।
মা: কেন?
ছেলে: ওই আয়নাটা বাবাই ভেঙ্গেছে মা।

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-৪


কৌতুক-১৬
বাসে এক ছিনতাইকারী জনৈক যাত্রীর পকেটে হাত ঢুকাচ্ছিল। কিন্তু যার পকেটে হাত ঢুকাচ্ছিল তিনি টের পেয়ে বললেন:
এই যে ভাই-আপনি আমার পকেটে হাত ঢুকাচ্ছেন কেন?
ছিনতাইকারী: দু:থিত, আমি মনে করেছিলাম এটা আমার পকেট।
যাত্রী: এ সময়ে ঐ যাত্রী চট করে ছিনতাইকারীর গালে থাপ্পর কষে মারল।
ছিনতাইকারী: ভাই আপনি আমার গালে থাপ্পর মারলেন কেন?
যাত্রীঃ দুঃখিত! আমি মনে করেছিলাম এটা আমার গাল

সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-৩

545dc5b2c6c57
কৌতুক-১১
কাকা ও ভাতিজার মধ্যে কখোপকথন:
কাকা: টিপু কাল তোমার পরীক্ষা?
ভাতিজা: জি কাকা!
কাকা: তা পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিলে?
ভাতিজা: ভালোই প্রস্তুতি নিয়ে রেখেছি কাকা। কলম, নতুন জামা, প্যান্ট কেনা হয়েছে। আজ বাবা আবার নতুন এক জোড়া কেডস আনবে।

হাসির বাক্স-২

ha3333
কৌতুক-৬
এক ভীত লোক নদীতে গোসল করতে গেছে:
ভীত লোক : ওহে জেলে ভাই নদীতে সাপ নেইতো?
জেলে : না ভাই, সাপ নেই।
ভীত লোক : তাহলেতো নিশ্চিন্তে গোসল করা যায়।
জেলে : হ্যাঁ, করা যায় কিন্তু সাবধানে গোসল করতে হবে।
ভীত লোক : কেন?
জেলে : কুমির আছে। এই কুমিরই তো সব সাপ খেয়ে শেষ করেছে।

হাসির বাক্স-১

12
কৌতুক-১
স্বামী ও স্ত্রীর মধ্যে কথোপকথন:
স্বামী: (স্ত্রীকে) এই শুনছো! আমার শার্টটা ধূয়ে রাখবে।
নইলে…
স্ত্রী: (রেগে গিয়ে) নইলে, নইলে কী করবে?
স্বামী: নিজেই ধুয়ে নেব।