সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-৩

545dc5b2c6c57
কৌতুক-১১
কাকা ও ভাতিজার মধ্যে কখোপকথন:
কাকা: টিপু কাল তোমার পরীক্ষা?
ভাতিজা: জি কাকা!
কাকা: তা পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিলে?
ভাতিজা: ভালোই প্রস্তুতি নিয়ে রেখেছি কাকা। কলম, নতুন জামা, প্যান্ট কেনা হয়েছে। আজ বাবা আবার নতুন এক জোড়া কেডস আনবে।

কৌতুক-১২
এক শিক্ষক ক্লাশে উপস্থিত হয়ে ছাত্রদের উদ্দেশ্য করে বলছেন, ছাত্ররা শোনো তোমরা কখনো পরের উপকার করতে ভুলবে না। যে উপকার করে না সে মানুষ না।
শিক্ষকের এ কথা শুনে এক ছাত্র হঠাৎ বলে উঠল, স্যার আপনার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য?
শিক্ষক বললেন, কেন এ ধরনের প্রশ্ন করলে?
ছাত্র বললো, সেদিন আমি পরীক্ষার হলে কী বিপদে পড়েছিলাম কিন্তু তখন আপনি উত্তর বলে দিয়ে একটুও উপকার করেন নি।
কৌতুক-১৩
খেতে বসে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ‍অভিযোগ করল, কী যে রান্না করেছ সব গোবরের মতো স্বাদ।
স্ত্রী বলে উঠল, হায়রে কপাল পোড়া তুমি আবার গোবরও খেয়েছ?
কৌতুক-১৪
একজন খ্যাতনামা গোয়েন্দা লেখককে একটা প্রশ্ন করলেন একজন সাংবাদিক।
সাংবাদিক : আপনি কী করে গোয়েন্দা কাহিনীর লেখক হলেন?
লেখক: আসলে আমি ছিলাম একজন রোমান্টিক ঔপন্যাসিক। আমার সেসব রোমান্টিক উপন্যাসের কাহিনীগুলো প্রকাশ করার জন্য প্রকাশক খুঁজে বের করতে গিয়ে গোয়েন্দা কাহিনীর লেখক হয়ে গেলাম।
কৌতুক-১৫
ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন:
ডাক্তার: আমার দেওয়া প্রেসক্রিপশন ফলো করছেন তো?
রোগী: সেটা ফলো করলে মারাই যেতাম।
ডাক্তার: তার মানে!
রোগী: চারতলা থেকে প্রেসক্রিপশনটা নিচে পড়ে গেছে, বুঝুন এবার তাহলে।

কোন মন্তব্য নেই: