সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-২

ha3333
কৌতুক-৬
এক ভীত লোক নদীতে গোসল করতে গেছে:
ভীত লোক : ওহে জেলে ভাই নদীতে সাপ নেইতো?
জেলে : না ভাই, সাপ নেই।
ভীত লোক : তাহলেতো নিশ্চিন্তে গোসল করা যায়।
জেলে : হ্যাঁ, করা যায় কিন্তু সাবধানে গোসল করতে হবে।
ভীত লোক : কেন?
জেলে : কুমির আছে। এই কুমিরই তো সব সাপ খেয়ে শেষ করেছে।

কৌতুক-৭
দুই বন্ধুর কথোপকথন:
ছোটন : বল তো নোমান, ঘড়ি আবিষ্কার না হলে কেমন হতো?
নোমান : ভারি মজা হতো।
ছোটন : (আশ্চর্য হয়ে) ভারি মজা হতো মানে?
নোমান : কেন, যত ইচ্ছা দেরি করে স্কুলে যেতে পারতাম।
কৌতুক-৮
রাস্তায় এক পথচারী এক পকেটমারকে হাতেনাতে ধরে ফেলে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি লোকটার পকেটে হাত ঢুকাচ্ছিলে কেন?
পকেটমার বললো, জি, হিমেল হাওয়ার স্পর্শে হাত ঠাণ্ডা হয়ে যাচ্ছিল। আমার প্যান্টের তো পকেট ছিল না, তাই হাতটা একটু গরম করার জন্য ভদ্রলোকের পকেটে ঢুকাচ্ছিলাম।
কৌতুক-৯
শিক্ষক ও ছাত্রদের মাধ্যাকর্ষণ শক্তি সর্ম্পকে বোঝাচ্ছিলেন। অনেকবার বোঝানোর পর শিক্ষক বললেন, অপু বল তো আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
অপু বললো, স্যার আকাশেতো খাওয়ার কেউ নেই, তাই!
কৌতুক-১০
ভিক্ষুক : আম্মা গো… দুগা ভিক্ষা দিবেন।
বাড়িওলালী: মাফ কর।
ভিক্ষুক: আচ্ছা তাই করুম। তয় ভিক্ষা বাড়াইয়া দিতে হবে।

কোন মন্তব্য নেই: