বন্ধুব্লগের আয়োজনে প্রকাশিত চতুর্থ ই-বুক “বন্ধুব্লগ ঈদ
সংখ্যা ই-বুক ২০১৪’’ খুব অল্প সময়ের মধ্যে নবীন ও পুরাতন ব্লগারদের লেখা নিয়ে ই-বুকটি প্রকাশিত হয়। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে এ সংকলনটিতে পিডিএফ ফরম্যাটে মোট ৩০ পৃষ্ঠায় ৩৭ জন লেখকের ৩৭টি লেখা স্থান পেয়েছে। যার মধ্যে স্মৃতিকথা, ছড়া, কবিতা, রম্যরচনা ও
ছোট গল্প ৫টি বিভাগে বিভিন্ন ধরনের বৈচিত্রময় লেখা থাকার কারণে সকল শ্রেণীর পাঠকের কাছে দারুণ
একটি ঈদ উপহার হিসেবে গণ্য হয়েছে। কিন্তু ব্লগের সন্বয়হীনতার অভাবে কিছু ত্রুটির
কারণে সার্বিক দিক বিবেচনা করলে ই-বুকটি আমার কাছে গ্রহযোগ্যতা পায়নি।
নিন্মে এই ত্রুটিগুলো তুলে ধরলাম।