চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪
ভালোবাসার প্রথম চিঠি
প্রথমে আমার প্রেমপূর্ণ ভালবাসা গ্রহণ করবেন। আশা করি আপনার
শরীর ও মন ভালো
আছে। ভালো থাকাই আমার
সর্বক্ষণের কামনা। আপনার সাথে আমার যেদিন প্রথম পরিচয় হয় সেদিন থেকেই
আমি আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি। কিন্তু এতো দিন সাহস
করে আপনাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি। যতো বারই বলার চেষ্টা করেছি
ততো বারই নিজের মনে বাঁধা আসছে। আজ আর সেই বাঁধা থামিয়ে রাখতে পারিনি। কারণ
মনে যে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছে। সে আগুন কি নিভানো যায়। সেই আগুন
নেভানোর জন্যে আজ আমি আপনার দ্বারে হাজির হলাম। আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন
তাহলে যে,
আমার প্রেমের আগুন দ্বিগুন
হয়ে জ্বলতে থাকবে। আর তখন হয়তো দেখা যাবে, সে আগুন বিস্ফোরিত হয়ে আমার সব কিছু
জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে।
ওগো আমার প্রাণের প্রিয়া
এখন অনেক রাত। আকাশে অসংখ্য তারা ঝিকিমিকি করছে। বাহিরে ঝিঁঝিঁ পোকা মিট
মিট করে আলো দিচ্ছে। ঘড়ির কাটা টিক্ টিক্ করে বেজেই চলছে। সবাই এ মুহূর্তে
গভীর নিদ্রায় মগ্ন। কেউ হয়তো বা এ মুহূর্তে সুখের স্বপ্ন দেখছে। জানিনা
তুমি এখন কি করছ। আমি এখন নির্জন কক্ষে একা বসে শুধু তোমার কথাই ভাবছি।
প্রিয়া তুমি আমার বুকভরা ভালোবাসা নিও।
পিতার কাছে পুত্রের চিঠি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শ্রদ্বেয় আব্বাজান,
পত্রের শুরুতে আপনার প্রতি রইল আমার
ভক্তিপূর্ণ সালাম ও আন্তরিক শ্রদ্ধাবোধ। আশা রাখি মহান প্রভুর অশেষ
কৃপায় মা ও বোনকে নিয়ে ভাল আছেন। ভাল থাকাই আমার কামনা। আমিও আপনাদের
দোয়ায় বন্ধুদেরকে নিয়ে ভাল আছি।
প্রবাসী বাবা তার পুত্রের কাছে প্রথম চিঠি
১৯৯৩ সালের ১০ মে
আমার বাবা বিদেশ যায়। সেই সময় বাংলাদেশে কোন মোবাইল ছিলনা যে ইচ্ছে করলেই বাবার
সাথে যখন তখন কথা বলতে পারবো। তখন যোগাযোগের
একমাত্র মাধ্যম ছিল চিঠি। বাবার বিদেশ যাওয়ার আঠার দিন পর আমাদের কাছে একটি চিঠি আসে। বাবা ঠিক মত গিয়েছে কিনা সেই খবরটি
জানার জন্য একটি চিঠির অপেক্ষায় আমরা পুরো পরিবার আঠার দিন অপেক্ষায় ছিলাম। বিদেশ
যাওয়ার ১ সাপ্তাহ পর থেকেই প্রতিদিন আমি পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতাম আমাদের কোন
চিঠি আসছে কিনা। পোস্ট অফিসে প্রতিদিন দুপুর ১২:০০ টায়
বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪
জোর করে ভালোবাসা হয় না
আমার ভালোবাস নিও। আশা করি ভালো আছ। ভাল থাক, সুখে থাক এই আমার প্রার্থনা। লিপি, তোমাকে বোঝানোর ভাষা আমার কাছে নেই। তাই সবসময় নীরবই থাকি। কোনদিন আমি ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াইনি এবং কোনদিন দাঁড়াব না। কারণ আমি এতটা খারাপ নই যে, জোড় করে তোমার কাছ থেকে ভালোবাসা আদায় করব।
জোড় করার হলে আমি প্রথমই করতাম। ভেবেছিলাম তুমি আমার ডাকে সাড়া দিবে কিন্তু আজ তিন বছর হয়ে
জোড় করার হলে আমি প্রথমই করতাম। ভেবেছিলাম তুমি আমার ডাকে সাড়া দিবে কিন্তু আজ তিন বছর হয়ে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)