বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে সকাল দুপুর।
বৃষ্টি পড়ে টুপটাপ
ঘরে বসে চুপচাপ।
বৃষ্টি এলে অঝোর ধারায়
পথ-ঘাট ভরে যায়।
আষাঢ় শ্রাবণ মাসে
হঠাৎ করে বৃষ্টি আসে।
বৃষ্টি পড়ে মধুর ছন্দে,
সকাল, দুপুর সন্ধ্যে।
বৃষ্টিতে ভিজে যায় গ্রাম বন্দর
এ দৃশ্য দেখতে লাগে সুন্দর।
১৪/০৬/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন