ছাত্র-ছাত্রীর পকেট ভরা নকল,
বড় বড় নেতারা কেন্দ্র করে দখল।
পরীক্ষাতে করে নকল,
খাটায় কত কৌশল,
বাবা, মা, ভাই, বোন সবাই
মিছিল করে নকল আমরা চাই।
নকলের জন্যে আসেন কত নেতা ভাই,
নকল ছাড়া যেন তাদের উপায় নেই।
আর কত নকল করবা ভাই,
নকলের যুগ যে আর নেই।
এখন থেকে মনযোগ দাও লেখাপড়ায়,
তা না হলে পাবে না শাস্তি এ ধারায়।
১৪/০৬/২০০৪ খ্রিষ্টাব্দ
বড় বড় নেতারা কেন্দ্র করে দখল।
পরীক্ষাতে করে নকল,
খাটায় কত কৌশল,
বাবা, মা, ভাই, বোন সবাই
মিছিল করে নকল আমরা চাই।
নকলের জন্যে আসেন কত নেতা ভাই,
নকল ছাড়া যেন তাদের উপায় নেই।
আর কত নকল করবা ভাই,
নকলের যুগ যে আর নেই।
এখন থেকে মনযোগ দাও লেখাপড়ায়,
তা না হলে পাবে না শাস্তি এ ধারায়।
১৪/০৬/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন