রবিবার, ২২ মে, ২০১৬

কথা

দুনিয়াতে আছে ভাই
হরেক রকম কথা,
কথার কারণে অনেকে
পাই আবার ব্যথা।


সত্য কথা, মিথ্যা কথা
কথার নেইকো শেষ,
কথা দিয়ে কথা রাখে না
এমন অনেক আছে বেশ।

কথার দ্বারা ভাই
শত্রু মিত্র হয়,
কথাতে পাষাণ লোকের মন
মোমের মত হয়।
১৩/০৬/২০০৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: