রবিবার, ২২ মে, ২০১৬

মানুষ

ছোট বড় অনেক মানুষ
পৃথিবীতে ভাই,
ক্ষণস্থায়ী পৃথিবীতে
মানুষের অভাব নেই।

কত রঙের মানুষ আছে
এই যে দুনিয়ায়,
কিছু কিছু মানুষ আছে
পরের ধন লুটিয়ে খায়।

কিছু মানুষ জ্ঞানী গুণী
সব মানুষের সেরা,
তাদের জীবন খানি
নিজ হাতে গড়া।
১৩/০৬/২০০৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: