গরিব বলে রাত কাটাই ফুটপাতে
কেউ দেয় না এক মুঠো ভাত খেতে।
এখানে খাদ্য আছে খাওয়ার উপায় নেই,
মানুষ আছে দয়ামায়া নেই।
আমাদেরকে তারা মনে করে কুকুর,
তাড়িয়ে দেয় সকাল দুপুর।
আমার শহরে নেই কোন আপনজন
তাই ক্ষুধারত থাকি সারাক্ষণ।
শহরে আছে হিংসা-বিদ্বেষ, নিষ্ঠুরতা
আরো আছে সীমাহীন বৈরিতা।
১২/০৬/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন