সামনে আমার পরীক্ষা
চিন্তা করে মরি,
ভাবছি বসে কোনটা রেখে
কোনটা আমি ধরি।
অর্থনীতি বড়ই জটিল
কিছুই বুঝিনা,
ইতিহাসের সন তারিখ
মনে থাকে না।
ইংরেজিটা ভীষণ কঠিন
কিছুই জানিনা,
বাংলা যে খুবই সহজ
তাও মানিনা।
ইসলাম শিক্ষার আরবিগুলো
খুবই কঠিন ভাই,
সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানের কথা
বলতে নাহি চাই।
২২/০৪/২০০৪ খ্রিষ্টাব্দ
চিন্তা করে মরি,
ভাবছি বসে কোনটা রেখে
কোনটা আমি ধরি।
অর্থনীতি বড়ই জটিল
কিছুই বুঝিনা,
ইতিহাসের সন তারিখ
মনে থাকে না।
ইংরেজিটা ভীষণ কঠিন
কিছুই জানিনা,
বাংলা যে খুবই সহজ
তাও মানিনা।
ইসলাম শিক্ষার আরবিগুলো
খুবই কঠিন ভাই,
সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানের কথা
বলতে নাহি চাই।
২২/০৪/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন