রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

যদি টাকা হয়


হাতে যদি টাকা হয়
ঘরবাড়ি পাকা হয়,
নারী, গাড়ি অনেক হয়
ফাংশন ডাকা হয়।
হাতে যদি টাকা হয়
ছোট বড় মামা হয়,
উড়বার পাখা হয়
খারাপ কাজ করা হয়।
হাতে যদি টাকা হয়
রাজনৈতিক নেতা হয়,
গুন্ডা, সন্ত্রাসী হয়
কু-কাজের হোতা হয়।

কোন মন্তব্য নেই: