আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।দিনটির ৬২তম বার্ষিকী আজ। তবে তা কেবল বাংলাদেশে নয়। বিশ্বের সব
প্রান্তে আজপালিত হবে বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুভেজা অমর একুশে। ফুলেফুলে শোভিত হচ্ছে দেশের আনাচে কানাচে থাকা অসংখ্য শহীদ মিনার। গোলাপের
পাপড়ির ছোঁয়ায় রক্তের আবরণ লাগছে শহীদবেদিতে। রাত ১২টা ০১ মিনিট
থেকে শুরু হচ্ছে এর আনুষ্ঠানিকতা চলবে সারাদিন। নারী পুরুষ, ছেলে বুড়ো
মা, এখন আমি তোমার কাছ থেকে
অনেক দুরে।
আমি যখন একাকি থাকি
তখন সারাক্ষণ তোমার কথা ভাবি।
প্রতিদিন মনের আয়নায়
ছায়াছবির পর্দার মতো,
ভেসে উঠে তোমার মুখচ্ছবি।