মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

ইচ্ছে ছিল

ইচ্ছে ছিল,
তোমাকে আমি হৃদয়
রাজ্যের রাণী বানাব,
আমি রাজা হয়ে
তোমার পাশে থাকব।


ইচ্ছে ছিল,
তোমায় নিয়ে ঘুরব আমি
বলদা গার্ডেন, রমনা,
তোমায় নিয়ে পারি দিব
প্রেম যমুনা।

ইচ্ছে ছিল,
তোমায় আমি
কবর বিয়ে,
তোমায় সাজাব আমি
ফুলের মালা দিয়ে।

ইচ্ছে ছিল,
তোমায় নিয়ে বাঁধব
সুখের নীড়,
কিন্তু আমার জীবনে
ধরছে এখন চীর।

২টি মন্তব্য:

আরজু মুন বলেছেন...

চমৎকার কবিতা। ধন্যবাদ কবি।

Unknown বলেছেন...

ধন্যবাদ আরজু