শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

আজ অমর একুশে ফেব্রুয়ারি


আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির ৬২তম বার্ষিকী আজ। তবে তা কেবল বাংলাদেশে নয়। বিশ্বের সব প্রান্তে আজ পালিত হবে বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুভেজা অমর একুশে। ফুলে ফুলে শোভিত হচ্ছে দেশের আনাচে কানাচে থাকা অসংখ্য শহীদ মিনার। গোলাপের পাপড়ির ছোঁয়ায় রক্তের আবরণ লাগছে শহীদ বেদিতে। রাত ১২টা ০১ মিনিট থেকে শুরু হচ্ছে এর আনুষ্ঠানিকতা চলবে সারাদিন। নারী পুরুষ, ছেলে বুড়ো
সকলের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এ দিনে জীবন দিয়েছিল সালাম, বরকত, জাব্বার, রফিক, শফিউল্লাহসহ নাম না জানা অসংখ্য ভাষা শহীদ। তাদের রক্তের বিনিময়েই আজকে আমাদের মুখে বাংলা ভাষা উচ্চারিত হচ্ছে। কথা বলি বাংলা ভাষায়। রচিত হচ্ছে হাজারো গান, কবিতা, নাটক, উপন্যাস আর অজস্র কথামালা। আজকের দিনটা শুধু সেসব বীর ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানানো জন্য।

কোন মন্তব্য নেই: