বুধবার, ২ নভেম্বর, ২০১৬

শুভেচ্ছা বাণী

আমরা আনিব রাঙা প্রভাত এই শ্লোগান নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ‘পায়রা’ নামে একটি ম্যাগাজিন। ‘পায়রা’ সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ হচ্ছে জেনে আমি অত্যান্ত আনন্দিত। যাদের সমন্বনিত প্রয়াস ‘পায়রা’ প্রকাশে যুগিয়েছে শক্তি, প্রকাশে রেখেছে সচল তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 
লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাহিত্য ও সংস্কৃতি বিকাশে ম্যাগাজিনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের তরুণদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিশীল এবং সাহিত্যের বিকাশ ও সৃজন উদ্যোগকে দীপিত করার লক্ষে সৃজনশীল ও মননশীল রচনার মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনার এ পদক্ষেপ অদূর ভবিষ্যতে শিক্ষার্থীদের জ্ঞানের দ্বার উম্মোচিত করবে বলে আমার বিশ্বাস। 
সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা পরস্পর সম্পৃক্ত। সাহিত্য ভাবনা ও স্বকীয় সংস্কৃতির চর্চা সুস্থ জাতির পরিচায়ক। একটি জাতির রুচি, মন ও মননের উন্নতি, অগ্রগতির সূচক হচ্ছে সে জাতির সাহিত্য ও সংস্কৃতি।  একটি জাতির সাহিত্য ও সংস্কৃতি চর্চা যত বেশি হবে, সেই জাতির রুচি, মন ও মননের উন্নতি তত বেশি অগ্রসর হবে। 
আশা করি ‘পায়রা’ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে সুস্থ্য ধারা বজায় রেখে জাতির সেই পত্যাশা পূরণে সক্ষম হবে এবং উজ্জ্বল নক্ষত্র হয়ে সকলের হৃদয়ের মাঝে বেঁচে থাকবে। এ ‘পায়রা’ সারাদেশে জনপ্রিয়তা লাভ করুক, সত্য সুন্দর ও অনাবিল আনন্দের উৎস হউক এই কামনা করছি। 

আমির ইশতিয়াক
কথা সাহিত্যিক 

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

কি বোর্ডের F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর শর্টকাট ব্যবহার

কম্পিউটারের কি বোর্ডের উপরের দিকে তাকালেই দেখবেন F1 থেকে F12 পর্যন্ত ১২টি বাটন আছে এগুলোকে বলা হয় Function keyF1 থেকে F12 পর্যন্ত এই বাটনগুলোর প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা এরং গুরুত্বপূর্ন ব্যবহার। বিশেষ করে মাউসের বিকল্প হিসেবে এদের ব্যবহার করা যায়। চলুন দেখে নিই F1 থেকে F12 পর্যন্ত কী গুলো প্রত্যেকে কি কাজ করেঃ 

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

এ জীবন শুধু তোমার জন্য

এক

     শরতের পড়ন্ত বিকেল। রোদের ত্যাজ আস্তে আস্তে কমে আসছে। এতক্ষণ সূর্যটা পশ্চিম আকাশে থালার মতো আকার ধারণ করে অবস্থান করছে। একটু পড়েই হয়তো রক্তিম সূর্যটা পৃথিবীর মায়া কাটিয়ে পৃথিবীকে অন্ধকার করে চলে যাবে তার নিজস্ব রাজ্যে। তখন হয়তো কেউ তাকে বাঁধা দিয়ে রাখতে পারবে না।

রবিবার, ২১ আগস্ট, ২০১৬

পরীক্ষায় দুর্নীতি ও আমাদের করণীয়


“Honesty is the best policy” এই নীতি বাক্যটি বর্তমানে কাগজে কলমেই শোভা পাচ্ছে। বাস্তবে এর কোন প্রয়োগ নেই। কেননা বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বসবাস করে সৎ থাকা যায় না। কারণ আমাদের এই দেশে সচিবালয় থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত কোন না কোনভাবে দুর্নীতির ভেড়াজালে আবদ্ধ। যার কারণে বাংলাদেশ চার বার দুনীর্তিতে চ্যাম্পিয়ান হয়েছে। এ থেকেই বুঝা যায় দুর্নীতি বাংলাদেশকে কিভাবে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কেন আজ বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে? এর প্রধান কারণ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি। তার মধ্যে পরীক্ষায় দুর্নীতি একটি অন্যতম মাধ্যম।

একান্ত সাক্ষাতকারে কবি তাপসকিরণ রায়


তাপসকিরণ রায় পশ্চিমবাংলার কবি। তিনি ১৯৫০ সালের ১৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা র্স্বগীয় শৈলেশ চন্দ্র রায়। মা শ্রীমতী বেলা রায়। র্বতমানে তিনি ভারতের মধ্য প্রদশেরে জবলপুর শহরে বাস করেন বাংলা বিভাজনের ফল-স্বরূপ ফেলে আসতে হয়েছে জন্মভূমিকে। ফেলে আসতে হয়েছে ভিটামাটিকে। হাজার হাজার বিঘা সোনা ফলা জমিকেও ১৯৫১ সালে বাবা মা, তাঁকে নিয়েশ্চিম বাংলার র্বধমান শহরে এসে উঠছেলিনে। ছোট বেলায় স্বাভাবিক নিয়মে বাবা মায়ের সঙ্গে ঘুরতে হয়েছে বর্তমান, কলকাতা রানাঘাট। সবটাই সংসার জীবনরে টানা পোড়নেরে হাত ধরে। অতএব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করে বাবা মায়ের হাত ধরে ১৯৬৬ সালের অক্টোবর মাসে পৌঁছালেন দন্ডকারন্য প্রজেক্ট-এ। প্রজক্টে থেকে আবেদনের ভিত্তিতে পিতা শিক্ষক পদে নিযুক্ত হন। কবিকেও আর্থিক অসঙ্গতির জন্য প্রাথমিক শিক্ষকের কাজ নিতে হয়। পরে পদোন্নতি হয় হাইস্কুলে। ইতিমধ্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাশ করেন। রায়পুর রবি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ করেন। বি.এড ডিগ্রী পান ভোপাল বিশ্ববিদ্যালয় থেকে।

একান্ত সাক্ষাতকারে কবি জসীম উদ্দীন মুহম্মদ

জসীম উদ্দীন মুহম্মদের জন্ম ১৯৭৩ সালে কিশোরগঞ্জ জেলায়। বাবা মো: আবদুল হামিদ ও মা আয়েশা হামিদ। লেখালেখি ছোটবেলা থেকেই। অনলাইন সাহিত্য ম্যাগাজিনের জন্মলগ্ন থেকেই তিনি নিয়মিত লিখছেন জলছবির অনলাইন সংস্করণ ও প্রিন্ট প্রকাশনায়। এ ছাড়াও অনলাইনের বিভিন্ন সাইটে নিয়মিত লিখে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ২০০৯ সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় অংকুর প্রকাশনী থেকে। আগামী একুশে বইমেলায় তার দুটি বই প্রকাশের কথা রয়েছে। পেশায় তিনি একজন শিক্ষক। তিন সন্তানের জনক কবি জসীম উদ্দীন মুহম্মদের কবিতায় প্রকৃতি ও প্রেম প্রাধান্য পায়। প্রজাপতি সাহিত্য আসরের জন্য তার এই সাক্ষাতকারটি গ্রহণ করেছেন আমির ইশতিয়াক।

অপসংস্কৃতির কবলে দেশ ও আজকের তরুণ সমাজ

অপসংস্কৃতি সর্ম্পকে আলোচনা করার পূর্বে আমাদের জানা প্রয়োজন সংস্কৃতি কি? সংস্কৃতি ইংরেজি Culture শব্দের বাংলা রূপ। সংস্কৃতির আরো খাঁটি বাংলা হচ্ছে কৃষ্টি। আর এই কৃষ্টি শব্দের অর্থ কর্ষণ, বা চাষ। ষোল শতকের শেষের দিকে ফ্রান্সিস বেকন সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে Culture শব্দটি ব্যবহার করেন। ঊনিশ শতকের মাঝামাঝিতে ওয়াল্ড ইমার্ঘন Culture কে পূর্ণ রূপে ব্যাখ্যা করেন।

নরসিংদীর কিংবদন্তীর প্রাণপুরুষ সামসুদ্দীন আহমেদ এছাক


নরসিংদীর কিংবদন্তীর প্রাণপুরুষ সামসুদ্দীন আহমেদ এছাক আজ আর আমাদের মাঝে নেই, একথা ভাবতেই চোখে জল এসে যায়। তিনি যে দুনিয়া থেকে চলে গেছেন একথা বিশ্বাস করতে কষ্ট হয়। মানুষ মরণশীল। কেউ অমর নয়। কেউ আগে বা কেউ পরে এ দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যেতে হবে। তাই সে নিয়মেই সামসুদ্দীন আহমেদ এছাক সাহেব আমাদের মাঝ থেকে চলে গেছেন। দেখতে দেখতে দশটি বছর চলে গেল। এখন তিনি একা ঘুমিয়ে আছেন নরসিংদীর আশরীনগরের বটতলায়। ২৭ মার্চ তাঁর দশম মৃত্যুবার্ষিকী। দশম মৃত্যুবার্ষিকীতে আমার পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করছি।

বন্ধুব্লগ ঈদ সংখ্যা ই-বুক ২০১৪: একটি পর্যালোচনা

বন্ধুব্লগের আয়োজনে প্রকাশিত চতুর্থ -বুক বন্ধুব্লগ ঈদ সংখ্যা ই-বুক ২০১৪’’ খুব অল্প সময়ের মধ্যে নবীন ও পুরাতন ব্লগারদের লেখা নিয়ে ই-বুকটি প্রকাশিত হয়। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সংকলনটিতে পিডিএফ ফরম্যাটে মোট ৩০ পৃষ্ঠায় ৩৭ জন লেখকের ৩৭টি লেখা স্থান পেয়েছে যার মধ্যে স্মৃতিকথা, ছড়া, কবিতা, রম্যরচনা ও ছোট গল্প ৫টি বিভাগে বিভিন্ন ধরনের বৈচিত্রময় লেখা থাকার কারণে সকল শ্রেণীর পাঠকের কাছে দারুণ একটি ঈদ উপহার হিসেবে গণ্য হয়েছে। কিন্তু ব্লগের সন্বয়হীনতার অভাবে কিছু ত্রুটির কারণে সার্বিক দিক বিবেচনা করলে ই-বুকটি আমার কাছে গ্রহযোগ্যতা পায়নি।
নিন্মে এই ত্রুটিগুলো তুলে ধরলাম।

যৌতুক ও নারী নির্যাতন


বর্তমানে নারীরা পুরুষ কর্তৃক যত প্রকার নির্যাতিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যৌতুকের শিকার। বর্তমানে যৌতুক একটি প্রথা হিসেবে দেখা দিয়েছে। যা নারী সমাজের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যৌতুকের ফলে কত নারীর সোনার সংসার ভেঙ্গে তছনছ হয়েছে তার কোন হিসেব নেই। কত নারী যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তারও কোন পরিসংখ্যান নেই। যুগ যুগ ধরে যৌতুক প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে। আজ যৌতুক নামক কু-প্রথাটি ক্রমান্বয়ে সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আজ প্রায় প্রতিটি ছেলে পরিবারের অভিভাবকরা প্রতিযোগিতায় লেগে যায় কে কত বেশি যৌতুক আনতে পারে। এই সমাজে যে যত ভাল পাত্র সে তত বেশি যৌতুকের দাবিদার। ঠিক বাজারের পণ্যের মতো। বাজারে যে পণ্যটি সবচেয়ে আকর্ষণীয় মজাদার সেই পণ্যের দাম বেশি। বিয়ের বাজারে পাত্রের ক্ষেত্রেরও শিক্ষা-দীক্ষায়, গুণে মানে সুঠাম দেহের অধিকারীরা খুম দাবী পাত্র। বিয়ের মজলিশে ভাল পাত্রের বাবারা ফেভারিটের তালিকায় থাকেন।

তরুণ লেখক এমরানুর রেজা

ব্যক্তি এমরানুর রেজাকে আমি চিনি অনেকদিন যাবত কিন্তু লেখক এমরানুর রেজাকে চিনি কিছুদিন যাবত। তাঁর বেশ কয়েকটি লেখা আমি পড়েছি। সাহিত্যের প্রতি প্রবল আকর্ষণ তাঁর। তাঁর প্রতিটি লেখায় বিশেষ একটা দিক আছে। তাকে বিশ্লেষণ করার মত যোগ্যতা আমার হয়নি। তারপরও যতটুকু তাঁর লেখা পড়েছি তার মধ্য থেকেই তাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি।

শনিবার, ২০ আগস্ট, ২০১৬

বোকা


সকাল বেলা ঘুম ভাঙ্গলো একটি মেয়ের মোবাইল ফোনের আওয়াজে। বেশ কয়েকবার মোবাইলে রিং বাজল। বিরক্ত হয়ে মোবাইল রিসিভ করলাম।
- হ্যালো...
- হ্যালো...
- হ্যালো কে বলছিলেন?
- আই আপনার বউ।
- কি বললে, আপনি আমার বউ! আমার বউতো আমার সাথেই ঘুমাচ্ছে।
- আপনার বউ আপনার সাথেই ঘুমাচ্ছে! এসব কিতা বলছেন আপনি?
- সত্যিইতো বলছি।

বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মেঘনার করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ৩টি গ্রাম

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, সোনাবালুয়া ও নুরজাহানপুর এই তিনটি গ্রাম মেঘনার করাল গ্রাসে ভেঙ্গে যাচ্ছে। ছবিটি সোনাবালুয়া গ্রাম থেকে তোলা। ছবি: কামাল উদ্দিন
মেঘনার করাল ভাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, সোনাবালুয়া ও নুরজাহানপুর এই তিনটি গ্রাম মেঘনা নদীর ভাঙনে বিলীন হতে বসেছে। নদী ভাঙনের তীব্রতায় উক্ত গ্রামগুলোর কয়েকশ পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। শত শত বিঘা ফসলি জমি মেঘনার বুকে বিলীন হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন নদীপাড়ের মানুষগুলো। গত কয়েক দশকে মেঘনার তীরবর্তী এইসব গ্রামের বহু কৃষিজমি, ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সোমবার, ১ আগস্ট, ২০১৬

ফেসবুকে যা শেয়ার করা উচিত নয় ।। আমির ইশতিয়াক

বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম। ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকে অ্যাকাউন্ট নেইএমন মানুষের সংখ্যা একেবারেই কম। ফেসবুক মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। বলা যায় বর্তমান সময়ে আমাদের জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে ফেসবুকের প্রভাব। এমন অনেকেই রয়েছেন শুধু বন্ধুর ফেসবুক আছে বলে তিনি নিজেও ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকছেন এমন ব্যবহারকারী সংখ্যাও কমতি নেই। অনেকের জীবনের একটা অংশ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের মাধ্যমে এখন সবার সাথে যোগাযোগ বা আলাপ-আলোচনা কিংবা নিজের কাজ-চিন্তা সবকিছুই শেয়ার করে চাঙ্গা থাকছেন সবাই। বেশির ভাগ লোকই মনে করেন তারা যা শেয়ার করছেন সেগুলো নিজের বন্ধুদের জন্য কিন্তু কেউ অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কেউ এটি পড়ছে কি না তা জানা যায় না। এই কারণেই কিছু তথ্য এমন রয়েছে যা কখনই ফেসবুকের স্টেটাসে শেয়ার করা উচিত নয়।

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

নবীন লেখকদের উদ্দেশ্যে

যারা লেখালেখি করেন তারা নিশ্চয় জানেন একটা লেখা শুরু করা কতটা কঠিন। আপনার মাথায় হয়ত পুরোটা কাহিনী এসে বসে আছেঅথচ প্রথম লাইনটা কলমের আগায় আসছেই না। সেই কঠিন সময়কে জয় করেই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আসলে লিখতে শুরু না করে লিখবলিখব চিন্তা করে সময় কাটানো অনেক সহজ। তাই যত তাড়াতাড়ি পারেন লেখার উদ্দ্যেশ নিয়ে খাতা বা কম্পিউটারের সামনে বসে পড়বেন। তাহলে দেখবেন আপনা আপনিই আপনার কলমে বা কী-বোর্ডে লেখা চলে আসছে।
লেখাকে সাবলীল করতেও দরকার নিয়মিত লেখা,তা সে যত ছাইপাশই হোক। প্রতিদিন অন্তত একশত শব্দও লিখতে চেষ্টা করতে হবে। সেগুলো হতে পারে কুখাদ্য বা অখাদ্যলিখলেই যে সব নোবেল প্রাইজ লেখা আসবে সে চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। লিখতে হবে অবিরত। কোন কাহিনী মাথায় না থাকলে যা খুশি লিখা যেতে পারেমোটকথা প্রতিদিন নিয়ম করে লিখতে হবে। এবং সেটা যেমন মানেরই হোক। 

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

ভিক্ষাবৃত্তি

সমাজে যত ধরনের পেশা আছে তাদের মধ্যে সবচেয়ে অর্মযাদাকর ও অসম্মানজনক পেশা হচ্ছে ভিক্ষা করা। যারা ভিক্ষা করে তাদেরকে সমাজে ভালো চোখে দেখে না। সমাজে তাদের গৌরবজনক কোন ভূমিকা নেই বললেই চলে। তবে ভিক্ষা একটি নিকৃষ্ট ঘৃণ্য পেশা হলেও এটি একটি স্বাধীন পেশা। এই পেশা খুবই লাভজনক। এই পেশায় কোন পুঁজি খাটাতে হয় না। তাই এই পেশায় লাভ ছাড়া কোন লোকসান হয় না। অলস প্রকৃতির লোকদের জন্য এই পেশা খুবই ভাল। তবে এই পেশায় আত্মসম্মানবোধ বলে কিছু থাকে না। যাদের আত্মসম্মানবোধ নেই তারাই এই পেশায় জড়িয়ে পড়ে। আমাদের দেশের অধিকাংশ অলস পুরুষ মহিলা আছে যারা এই পেশার সাথে জড়িত। তাদের হাত, পা ও চোখ সবই আছে। তারা ইচ্ছে করলে কর্ম করে খেতে পারে কিন্তু অলসতার কারণে কর্ম না করে এই পেশায় চলে আসে।ভিক্ষাবৃত্তিকে ইসলাম ধর্মও সমর্থন করে না। ছোট বেলায় পড়েছিলাম,নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে এই ছিল মহানবী (স) এর বাণী। কিন্তু আমরা সেটা না মেনে কারণে অকারণে ভিক্ষার মতো ঘৃণ্য একটি পেশায় জড়িয়ে যায়।

রবিবার, ২৬ জুন, ২০১৬

বিলুপ্তির পথে গ্রামের বাঁশ শিল্প



বাঁশ এমন একটি উদ্ভিদ যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কাজে দরকার পড়ে। অনাদিকাল থেকে বাঁশের ব্যবহার বহুমাত্রিক। বাঁশবিহীন সমাজ পৃথিবীতে কখনো ছিল না, আজও নেই। গ্রামীণ জনপদে একসময় বাঁশঝাড় ছিল না এমনটা কল্পনাও করা যেতো না। যেখানে গ্রাম সেখানে বাঁশঝাড় এমনটিই ছিল স্বাভাবিক। মানুষের জীবনে বাঁশের প্রয়োজনীয়তা যে কতটা, তা লিখে তো নয়ই, বলেও শেষ করা যাবে না। বাড়ির পাশে বাঁশঝাড় ঐতিহ্য গ্রাম বাংলার চিরায়ত রূপ। কিন্তু বনাঞ্চলের বাইরেও এখন যেভাবে গ্রামীণ বৃক্ষরাজি উজাড় হচ্ছে তাতে হারিয়ে যাচ্ছে এ জাতীয় অজস্র গাছপালা। বাংলাদেশের জনজীবন থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প। 

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

কোরআন নাজিলের মাস রমজান


‘রমজান’ শব্দটি আরবি। এটি রামিদা আর রামাদান থেকে এসেছে। যা বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। কিন্তু মূলত এর অর্থ হচ্ছে ভস্ম করে দেয়া, ঝলসে দেয়া। ব্যাপক অর্থে রমজান বলতে, একজন রোজাদার রোজা রাখার ফলে, তার পাকস্থলীতে পিপাসার কারনে যে প্রখর তাপের সৃষ্টি হয়, সেটাকে বুঝানো হয়েছে। রমজানের আরেকটি অর্থ হল, রমজান মুসলিমের ভাল কাজের কারন ও এটি মুসলিমের সকল গুনাহকে পুড়িয়ে দেয়।

শনিবার, ১৮ জুন, ২০১৬

যাকাত ফরজ হওয়ার শর্ত ও বণ্টনের খাতসমূহ


যাকাত শব্দটি আরবি। অর্থ পবিত্রতা বা বৃদ্ধি। শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়ত নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কুরআনে বর্ণিত আট প্রকারের কোন এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেয়াকে যাকাত বলে। এ স্থলে দাতা গ্রহীতা থেকে বিনিময় স্বরূপ কোন ফায়দা হাছিল করতে পারবে না। কোন ফায়দা হাছিল করলে বা হাছিলের আশা রাখলে তার যাকাত আদায় হবে না।
ইসলামের বুনিয়াদ যে পঞ্চস্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তন্মধ্যে নামাজের পর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। কোরআনে পাকে যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানেই যাকাতের কথা বলা হয়েছে। বারবার এ নির্দেশ দেয়ার কারণ হল নামাজ দ্বারা ব্যক্তি ও পরিবারের সংশোধন হয়। যাকাত দ্বারা সমাজ ও রাষ্ট্র সংশোধিত হয়। নামাজ এবং যাকাত উভয় ইসলামের প্রধান স্তম্ভ যা বিধ্বস্ত হয়ে গেলে ইসলামের প্রাসাদ-ও ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে কোরআন শরীফে এসেছে-
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

রবিবার, ১২ জুন, ২০১৬

তারাবি নামাজের ফজিলত


সালাতুত তারাবি পবিত্র রমজান মাসের বিশেষ একটি ইবাদত। মাহে রমজানে রাতের বেলায় এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং তিন রাকাত বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, তাকে ‘তারাবি নামাজ’ বলা হয়। আরবি ‘তারাবিহ’ শব্দটির মূল ধাতু ‘রাহাতুন’ অর্থ আরাম বা বিশ্রাম করা। তারাবি নামাজ পড়াকালে প্রতি দুই রাকাত বা চার রাকাত পরপর বিশ্রাম করার জন্য একটু বসার নামই ‘তারাবি’। দীর্ঘ নামাজের কঠোর পরিশ্রম লাঘবের জন্য প্রতি দুই রাকাত, বিশেষ করে প্রতি চার রাকাত পর একটু বসে বিশ্রাম করে দোয়া ও তসবিহ পাঠ করতে হয় বলে এ নামাজকে ‘সালাতুত তারাবিহ’ বা তারাবি নামাজ বলা হয়।

শনিবার, ১১ জুন, ২০১৬

রোজার গুরুত্ব ও ফজিলত


রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজান। পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসের গুরুত্ব ও ফজিলত বেড়ে গেছে বহুগুণ। রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে বিভিন্ন সাহাবী হাদীস বর্ণনা করেছেন।

সূরা ইয়াসীন


বিসমিল্লাহির রাহমানির রাহীম
১. ইয়া-ছীন্।
২. অল্ কুরআন-নিল্ হাকীম।
৩. ইন্নাকা লামিনাল্ র্মুছালীন।
৪. আ’লা-ছিরাত্বিম মুছ্তাক্বীম।
৫. তান্যীলাল আ’যীর্যি রাহীম।

প্রশিক্ষণ, ধৈর্য্য ও আত্মসংযমের মাধ্যম হচ্ছে রোজা


রোজা শব্দটি ফারসী, আরবি ভাষায় বলা হয় সাওম। ইহা এক বচন, বহুবচন সিয়াম। এর আভিধানিক অর্থ বিরত থাকা, পোড়ানো বা দহন করা। সোনা যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি রোজা মানুষকে তার পাপ প্রবণতাকে দহন করে ঈমানের পথে আনয়ন করে। আর তার পারিভাষিক অর্থ হলো, রোজার নিয়তে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত মহান আল্লাহর নির্দেশ পালন ও তাঁরই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাবতীয় পানাহার ও যৌন সম্ভোগ হতে বিরত থাকার নাম হল রোজা। হালাল রিজিক ও হালাল স্ত্রী রোজা অবস্থায় দিনের বেলায় হারাম হয়ে যায়। তবে পানাহার ও স্ত্রী সহবাস থেকে শুধু শুধু বিরত থাকার নাম কিন্তু রোজা নয়। কেননা রসুল (সাঃ) বলেছেন, ‘এমন অনেক রোজাদার আছে যাদের রোজা ক্ষুৎপিপাসা থেকে বিরত থাকা ছাড়া আর কিছু নয়।’ বরং দেহ ও মনে সর্বদা আল্লাহর ভয়-ভীতির মাধ্যমে আল্লাহর নির্দেশ পালনের নামই হল রোজা।

ইয়াতীমদেরকে ভালোবাসুন

ইয়াতীম শব্দের অর্থ অনেক। বিভিন্ন জন বিভিন্ন অর্থ করেছেন। ইমাম রাগিব ইয়াতীম শব্দের অর্থ লিখেছেন। ‘‘ইয়াতীম বাচ্চার পূর্ণ বয়স্ক হওয়ার পূর্বেই তার পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া।’’
সাইয়্যেদ আবদুল দায়েম আল জালালী বলেন, ‘‘ইয়াতীম অর্থ দু:খ, দুশ্চিন্তা, নাবালেগ, বাচ্চাদের বাপহীন হয়ে পড়া।’’   
তবে এর আরো অনেক অর্থ আছে। যেমন- সংকীর্ণ হওয়া, প্রায় অচল হওয়া, অক্ষম হওয়া, একলা হয়ে যাওয়া ইত্যাদি। মোট কথা ইয়াতীম হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক পিতৃহীন বালক-বালিকা। আর এই ইয়াতীমের সময়সীমা শেষ হয়ে যায় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর। মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে মোট ১০টি সূরার ২০টি আয়াতে ইয়াতীমদের সর্ম্পকে বলা হয়েছে। এখানে মাত্র কয়েকটি আয়াতের অর্থ প্রকাশ করা হলো।

সোমবার, ২৩ মে, ২০১৬

আত্মজীবনী

পরিবার পরিচিতি:
আমার বাপ চাচারা দুই ভাই দুই বোন ছিলেন। আমার বাবা শরীফ হোসেন ছিলেন সবার ছোট। 

তুমি এলে জীবনে

তুমি এলে জীবনে
জেনে গেছি আজ আমি
কি সুখ মিলনে।
প্রতিদিন দেখা হয় নির্জনে
আমরা দু’জন এক সাথে
কথা বলি গোপনে।
২৪/০১/২০০১ খ্রিষ্টাব্দ

পাগল

পৃথিবীর সব মানুষই পাগল।
কেউ অর্থের জন্য পাগল,
অর্থের নেশায় ডুবে থাকে সারাক্ষণ
কেউ নারীর জন্য পাগল,

নিমন্ত্রণ

যাবে ভাই যাবে,আমাদের গায়ে,
যেথায় পাবে আম, জাম, কাঁঠাল, কলা
আরো পাবে আনারস, বেদেনা, আতা।

তোমার ভালোবাসা পাইনি

আমি সাগর দেখিছি
সাগরের গর্জন শুনিনি।
আমি আকাশ দেখেছি
আকাশের বিশালতা দেখিনি।

তুমি জানতে কি চাও?

তুমি জানতে কি চাও কেন রাত জেগে কবিতা লিখি?
তুমি জানতে কি চাও কেন তোমাকে নিয়ে এখনও ভাবি?
তুমি জানতে কি চাও কেন কেঁদে কেঁদে বুক ভাসাই?
তুমি জানতে কি চাও কেন হৃদয়ের মাঝে বাজে হাহাকারের সুর?
তুমি জানতে কি চাও কেন তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি?

শুধু তুমি

ভ্রমণ করতে হয় কিন্তু পারি না
কারণ শুধু তুমি।
বই পড়তে ইচ্ছে হয় কিন্তু পারি না

ভালোবাসা তুমি কী?

ভালোবাসা তুমি কী?
সবাইকে ফাঁকি দিয়ে দু’জনে চুপি চুপি কথা বলা,
নাকি! রাত জেগে চিঠি লেখা।

ভাল নয়

ভালো নয় ঝগড়া ঝাটি
ভালো নয় প্রেম প্রীতি,
বেপর্দা চলাফেরা
ভালো নয় মিছে কথা বলা
ঘুরে ফিরে চলা।
২০/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ

সেরা দুই জুটি

আমাদের ক্লাশে আছে সেরা দুই জুটি
তাদের প্রেমে নেই কোন টুটি।
প্রথম জুটি হল মাসুম-ঝুমা
দ্বিতীয় জুটি হল দেলোয়ার সোমা।

ছবি

দূরে গেলেও আমায় তুমি
ভুলিওনা ছবি,
তোমার কথা ভাবতে ভাবতে
হয়ে যাব কবি।

প্রিয়া

প্রিয়া তোমার জন্মদিনে
তাজা ফুলের শুভেচ্ছা
তোমার সাথে প্রেম করতে
আমার জাগে ইচ্ছা।

প্রিয়তমা

ওগো আমার প্রাণের প্রিয়তমা
চিঠির শুরুতে নিও আমার একখানা চুমা।
কেমন আছগো জানতে ইচ্ছে করে
তুমি এখন নিশ্চয় অনেক দূরে।

তোমায় আমি ভালোবাসি

যখনি তোমার দিকে আমি তাকাই
তখনি আমার হৃদয় দোয়ারে,
তোমাকে পাবার আশা জাগে।
যখনি দেখি ঐ চোখ দু’টি তোমার,

কোন এক নিঝুম রাতে

কোন এক নিঝুম রাতে
পড়ে ছিল তোমায় মনে
সেই থেকে তোমাকে খুঁজে বেড়াই
স্বপ্ন আর বাস্তবতার মাঝে।

রুমানা

রুমানা
তুমি জানলে না
আঘাতের যন্ত্রণা
তোমাকে ভালোবেসে
পেয়েছি লাঞ্ছনা।

খাদিজা!

খাদিজা!
তোমার কথা মনে পড়ে
কেমন আছ স্বামীর ঘরে
কোথায় হারিয়ে গেলে
একথা মনে হলে
সইতে পারি না।

আমি দু’জনার

মানিক ভালোবাসে রীমাকে,
ঝুমা বলে, মানিক ভালোবাসি তোমাকে।
মানিক বলে, ক্ষমা কর আমায় আমি রীমাকে ভালোবাসি,
ঝুমা বলে, দেখ মানিক ও কিন্তু একটা দাসী।

ভুল সবই ভুল

তোমায় আমি ভালোবেসে করছি যে ভুল,
একশত ভাগ সত্যি কথা মিথ্যে নয় এক চুল,
ভালোবাসা করে আমি হারাইছি একুল ওকুল।
তুমি আমার জীবনকে করলে হরণ,

সুমনা

সুমনা!  তুমিতো আমায় ভুলে গেছ?
ভুলার তো কথাই!
কারণ আমার চেয়ে যে
ভাল একটা বর পেয়েছ তুমি।
তোমারতো সবই ছিল রূপ-যৌবন-রস

আমি তোমার

আমি তোমার চাঁদ
তুমি আমার চাঁদের হাসি,
তাই তোমায় ভালোবাসি।
আমি তোমার ভ্রমর,
তুমি আমার গোলাপ ফুল
তোমায় চিনতে হয়নি ভুল।
২৫/০১/২০০১ খ্রিষ্টাব্দ

শুধু তোমার কারণে

কথা ছিল দু’জনে
বিয়ে করব গোপনে,
শুধু তোমার কারণে
ঘর হল না জমিনে।

চলে গেছ আমায় ফেলে

ওগো তুমি কোথায় যাও আমায় ফেলে,
তুমি আমায় নিয়ে যাও ডানা মেলে।
সেথায় খুশী যাও, চলে যাও,
যারে খুশী প্রেম তারে দাও,

কিছু কথা

(১)
পৃথিবীতে সবাই পাগল
কেউ অর্থের জন্য
কেউ বা নারীর জন্য।

ইটিভি

ইটিভি তুমি এসেছ
সবার ঘরে ঘরে,
তোমার জন্য কেউ
থাকতে পারে না ঘরে।

তোমার আমার

যখন আমি পেয়েছি তোমার ভালবাসা,
তখন পূর্ণ হলো আমার সকল আশা।
যখন তোমার মুখের দিকে তাকাই আমি,
তখন আমার হৃদয় দুয়ারে আসো তুমি।

সাক্ষাৎ

প্রতিদিন আমি আসি স্টেশনে,
খুঁজি তোমাকে মনে মনে।
তোমার অপেক্ষায় বসে থাকি ততক্ষণ,
তোমার দেখা না পায় যতক্ষণ।
তোমার সাক্ষাৎ যখন পায়,

রবিবার, ২২ মে, ২০১৬

পর্দা

পর্দা করা ফরয
জেনে রেখ বোন,
পর্দা হল নারীর
পরশ পাওয়া ধন।

ঈদ আনন্দ

ছোট্ট সোনা করছে হৈচৈ
করবে খুশীর ঈদ,
এই খুশীতে সোনার চোখে
নেই কোন নিঁদ।
আজকে শুধু খুশীর ঈদ
করবে খেলাধূলা,
আনন্দ আর হেসে
কেটে যাবে বেলা।
০৯/১০/২০১৩ খ্রিষ্টাব্দ

শপথ

রাখব না আর মুখ বন্ধ করে
বলব কথা দেশের তরে,
সত্য কথা বলে যাব
রইব না আর পিছে পড়ে।

অপু

অপু নামের ছেলেটি
দিন রাত ঘুরে বেড়ায়,
কনকনে শীতে কাপে
শীতের জামা নেই গায়।

বানভাসির কান্না

১.
চারদিকে বন্যা
ভানবাসির কান্না
হয় না ঘরে রান্না
লাগে মনে ঘেন্না।

সর্বনাশী বন্যা

চারদিকে বন্যার পানি
করছে মানুষ হাহাকার
অর্ধহারে অনাহারে মরছে
পাচ্ছে না কোন আহার।

মায়ের মতো

মায়ের মত আপনজন
এই ভুবনে নাই,
মায়ের কাছে থেকে
ভালবাসা পাই।

খবর

নিজে ঘরের খবর
নিচ্ছি রোজ,
প্রতিবেশীর হাঁড়ির খবর
রাখিনা কভু খোঁজ।

আর নয় নকল

নকলের যুগ চলে গেছে
জেনে রেখ ভাই,
লেখাপড়া ছাড়া
কোন উপায় নাই।

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে সকাল দুপুর।
বৃষ্টি পড়ে টুপটাপ
ঘরে বসে চুপচাপ।

পরীক্ষায় নকল

ছাত্র-ছাত্রীর পকেট ভরা নকল,
বড় বড় নেতারা কেন্দ্র করে দখল।
পরীক্ষাতে করে নকল,
খাটায় কত কৌশল,

কথা

দুনিয়াতে আছে ভাই
হরেক রকম কথা,
কথার কারণে অনেকে
পাই আবার ব্যথা।

মানুষ

ছোট বড় অনেক মানুষ
পৃথিবীতে ভাই,
ক্ষণস্থায়ী পৃথিবীতে
মানুষের অভাব নেই।

গরিব বলে

গরিব বলে রাত কাটাই ফুটপাতে
কেউ দেয় না এক মুঠো ভাত খেতে।
এখানে খাদ্য আছে খাওয়ার উপায় নেই,
মানুষ আছে দয়ামায়া নেই।

পরীক্ষা

সামনে আমার পরীক্ষা
চিন্তা করে মরি,
ভাবছি বসে কোনটা রেখে
কোনটা আমি ধরি।

সোনার দেশ

কে আছ ভাই বল দেখি
কোনটি সোনার দেশ,
সুজলা, সুফলা, শস্য-শ্যামলা
রূপের নাই যে শেষ।
কোথায় আছে মিষ্টি মধুর কলতান,
ময়না কোকিলের কুহুকুহু গান।
সে যে আমার জন্মভূমি বাংলাদেশ।

ছোট্ট চাচ্চু

ছোট্ট চাচ্চু, ছোট্ট চাচ্চু
কখন তুমি আসবে?
তুমি যদি আস
অনেক মজা হবে।

এমন কেন মানুষের জীবন?

কেউ ফুটপাতে থাকে,
কেউ সাততলায় থাকে।
কেউ শুটকির ভর্তা খায়,
কেউ পোলাও মাংস খায়।
কেউ ছেঁড়া কাঁথায় ঘুমায়,
কেউ লেপ-কম্বলে ঘুমায়।
এমন কেন মানুষের জীবন?

কেউ ভিক্ষা করে,
কেউ চাকুরী করে।
কেউ সন্ত্রাস করে,
কেউ নামায পড়ে।
কেউ দুঃখে থাকে
কেউ আনন্দে থাকে
এমন কেন মানুষের জীবন?
০৩/০৪/২০০৪ খ্রিষ্টাব্দ

বন্ধুর গুণ

নম্র ভদ্র ছেলে কুতুব ভাই,
হিংসা অহংকার তার মধ্যে নাই।
তার কোন তুলনা নাই,
তাই আমি তার গুনগান গাই।

বাংলা ভাষা

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
এই ভাষায় লিখি আমি
কবিতা আর গান।

ময়না পাখি

ময়না পাখি ময়না পাখি
করছ কেন ডাকা ডাকি?
তুমি খুবই কালো
তবুও তোমায় লাগে ভালো।

ঢাকা শহর

ঢাকা শহর নেইকো ঢাকা
সবই খোলা মেলা,
এই শহরেরই চলে দিনে রাতে
খুন ধর্ষণের খেলা।

পলিথিন

ব্যবহার করবোনা আর পলিথিন ব্যাগ
সকলে মিলে করি তাহা ত্যাগ
সুন্দর করতে দেশের পরিবেশ,
গড়তে হবে পলিথিন মুক্ত বাংলাদেশ।
বিকল্প ব্যাগ ব্যবহার করব সুতা বা কাপড়ের
অথবা পাটের বা কাগজের।
২৮/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ

নববর্ষ

বছর ঘুরে এলো আবার নুতন বছর,
শেষ হলো যে পুরানো সব আসর।

আধুনিক নারী

আধুনিক যুগের নারীরা
বুক ফুলিয়ে চলে,
ওড়না রেখে ফেলে
পরপুরুষকে দেখানোর ছলে।

মশা

ছোট্ট একটা প্রাণী
নাম তার মশা,
তার জ্বালায় থাকা যায় না
এক মুহূর্ত বসা।

অমর একুশে ফেব্রুয়ারি

বছর ঘুরে অমর একুশে ফেব্রুয়ারি
আবার এল বাঙ্গালী জাতির তরে,
তাঁদের কথা কেমনে ভুলে যাই
যাঁরা মাতৃভাষার জন্য জীবন দিল অকাতরে।

মৌমাছির উপদেশ

মৌমাছি ডেকে বলে,
একটু দাঁড়াও ভাই
অলস হয়ে থাকা 
এ দুনিয়া নয়।

প্রিয় আমার

ফলের মধ্যে প্রিয় আমার
আম, জাম, কাঁঠাল ও কলা
মাছের মধ্যে প্রিয় আমার
রুই, পুটি, শিং ও মলা।

আমার দেশ

সুজলা সুফলা শস্য শ্যামলা
আমার সোনার বাংলাদেশ
আহ! কি দারুণ
দেখতে লাগে বেশ।

ভাবি আমি

ভাবছি বসে মনে মনে
হব আমি কবি,
কবিতায় লিখব আমি
গরিব দুঃখীর ছবি।
এতিম মিছকিন আছে যারা
পায় না একমুটো ভাত,
অর্ধহারে, অনাহারে
কাটায় দিন রাত।
০৫/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

গঞ্জ সমাচার

সলিমগঞ্জের সলিম ভাই
নারায়ণগঞ্জে কেন যায়?
সিরাজগঞ্জের সিরাজ মিয়া
মদনগঞ্জে করছে বিয়া।

নানী

নানী আমার জানের জান
নানীর পাশে থাকলে
জুড়ায় আমার প্রাণ।
মায়ের পরে নানীর স্থান
নানীর কথা শুনি আমি
করি তাকে সম্মান।
০৪/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

আব্বার স্বপ্ন

আমার আব্বা পড়েন বড় জুব্বা
স্বপ্ন দেখেন তিনি যাবেন মদিনায়,
কাবাঘর দেখে হজ্জ্ব করে,
ফিরবেন নিজ আঙিনায়।

আফজাল

মামাতো ভাই আফজাল
খেলে শুধু ফুটবল।
ভালো লাগেনা পড়তে তার
গল্প শুনতে চায় হাজার হাজার।
কথা বলে বেশি
দাবি করে বাংলাদেশী।
০৪/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

ঈদ মানে

ঈদ মানে
সকাল বেলা
খুশীর মেলা
শিশুর খেলা।

ভুলিনি মা তোমাকে

মা তোমাকে ছেড়ে আসার পড়ে,
বার বার তোমার কথা মনে পড়ে,
এখন আমি একা থাকি অনেক দূরে।
ভুলতে পারিনি তোমাকে এক মূর্হুতের জন্য,
তাইতো খুঁজি তোমাকে হয়ে হন্য,
তোমার কুলে জন্ম নিয়ে হয়েছি আমি ধন্য।
২৫/১১/২০০৩ খ্রিষ্টাব্দ

শুক্রবার, ২০ মে, ২০১৬

স্বরবর্ণের ছড়া

অ = অগাধ জলের মাছ যারা,
আ = আকাশ কুসুম ভাবেন তারা।
ই = ইঁদুর কপালে হয় যারা,

মা-২

একটি অক্ষরে গড়া
একটি নাম মা,
কত মমতা থাকে
বুকের ভেতর জমা।

ঈদ হলো

ঈদ হলো
ধনীর হাসি
গরিবের কান্না,
হাসি খুশীর
এই দিনে
বয়ে যায় বন্যা।

মা-১

মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা।
তুমি দশ মাস দশ দিন
গর্ভে ধারণ করেছ আমায়,

ঈদ এসেছে

ঈদ এসেছে ঈদ এসেছে
সিয়াম শেষে সবার ঘরে ঘরে,
মহান প্রভুর গান গেয়ে যাই
মন প্রাণ উজাড় করে।

ক্ষুধার জ্বালা

এই দুনিয়ায় আছেরে ভাই
সবার ক্ষুধার জ্বালা,
একটি টাকার চাইতে গেলে
কেন মুখ করে কালা?

অংক শিখি

এক একে এক
দেখরে চেয়ে দেখ।

দুই একে দুই
মুসলমানরা ভাই ভাই।

নামতা শিখি

দুই একে দুই
কত সুন্দর খোদার সৃষ্টি
মন মাতানো জুঁই।

শীতের সকাল

মাঘ মাসে শীত সকালে
ঘুম থেকে উঠতে লাগে কষ্ট,
কুয়াশা থাকে চারদিকে
দিনটা হয়ে যায় নষ্ট।

পঞ্চ রুকন

ইসলামের পাঁচ রুকনের
প্রথম রুকন কালেমা,
পড়বে যেজন
থাকবে না তার জামেলা।

টোকাই

রাস্তার পাশে আমার
ভাঙ্গা ঘরে বাস,
ময়লা আবর্জনা কুড়িয়ে
কাটে বার মাস।

কিশোর কণ্ঠ-৩

কিশোর কণ্ঠ তোমায় আমি
ভীষণ ভালোবাসি,
কাছে পেলেই তোমায় আমি
পড়তে নিয়ে বসি।

আয় ছেলেরা আয় মেয়েরা (প্যারোডি)

আয় ছেলেরা আয় মেয়েরা
পাঠশালাতে যাই,
নিরক্ষরতার অভিশাপে
থাকতে নাহি চাই।

ইতিহাস

দাদা বলে,
পুকুর ভরা মাছ ছিল
আর গোয়াল ভরা গাই
কৃষক জেলে সবাই মিলে
আনন্দের গান গেয়ে যাই।

ষড়ঋতু

গ্রীষ্মে গরম পড়ে
হাতে পাখা চাই।
বর্ষায় বৃষ্টি পড়ে
হাতে ছাতা চাই।

লিখব আমি

কলমকে নিলাম বন্ধু করে
লিখব আমি দেশের কথা,
সঠিক কথা লিখে যাব
নোয়াব না কখনো মাথা।

তোমার তুলনা তুমি

মা তুমি শুধু মা,
তোমার সাথে নেই তুলনা।
ভাই-বোন ও স্বজন
কেউ হবে না তোমার মতন।
তাই তো বলি আমি,
তোমার তুলনা তুমি।
০৮/০৬/২০০১ খ্রিষ্টাব্দ

আবেদন

ইলমে দ্বীন
শিক্ষা কর
ঈমান আমল
দৃঢ় কর।

কিশোর কণ্ঠ-২

হাতে নিলাম কিশোর কণ্ঠ
কি মধুর নাম!
তুমি দেখাও সত্যের পথ
তাই তোমায় দেই দাম।

শাওয়ালের চাঁদ

শাওয়ালের চাঁদ উঠেছে
পূব আকাশে ঐ
তাই দেখে ছেলে মেয়েরা
করছে হৈচৈ।

জিহাদ

জিহাদ করতে যাব আমি
দোয়া কর মাগো,
তোমার দোয়া সঙ্গে থাকলে

কিশোর কণ্ঠ-১

কিশোর কণ্ঠ
তুমি শুধু একটি নাম
তাই তোমাকে জানাই সালাম।
কিশোর কণ্ঠ

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

ব্যবধান

কেউ থাকে চব্বিশ তলায়
কেউ থাকে গাছ তলায়
এ কেমন রীতি।
কেউ খাবে ইলিশ ভাজা

ছড়াকার


গভীর রাতে বসে ভাবি
লিখব একটি ছড়া,
অনেক ভেবেও যখন লিখতে পারি না
তখন মেজাজটা হয় চড়া।