কিশোর কণ্ঠ তোমায় আমি
ভীষণ ভালোবাসি,
কাছে পেলেই তোমায় আমি
পড়তে নিয়ে বসি।
কিশোর কণ্ঠ তুমি আমার
অবসরের সাথী,
তোমায় নিয়ে ভাবি আমি
সারা দিন রাতি।
কিশোর কণ্ঠ মাসের শেষে
তোমায় যখন পাই,
হাতে নিয়ে সারাদিন
তোমায় পড়ে যাই।
কিশোর কণ্ঠ তুমি হলে
আমার ভালোবাসা,
তোমার মাঝে লুকিয়ে আছে
লক্ষ কিশোরের আশা।
কিশোর কণ্ঠ গল্প ছড়ায়
ভরা তোমার বুক,
তোমার লেখা পড়ে আমি
পাই যে পরম সুখ।
২৬/০৯/২০০৩ খ্রিষ্টাব্দ
ভীষণ ভালোবাসি,
কাছে পেলেই তোমায় আমি
পড়তে নিয়ে বসি।
কিশোর কণ্ঠ তুমি আমার
অবসরের সাথী,
তোমায় নিয়ে ভাবি আমি
সারা দিন রাতি।
কিশোর কণ্ঠ মাসের শেষে
তোমায় যখন পাই,
হাতে নিয়ে সারাদিন
তোমায় পড়ে যাই।
কিশোর কণ্ঠ তুমি হলে
আমার ভালোবাসা,
তোমার মাঝে লুকিয়ে আছে
লক্ষ কিশোরের আশা।
কিশোর কণ্ঠ গল্প ছড়ায়
ভরা তোমার বুক,
তোমার লেখা পড়ে আমি
পাই যে পরম সুখ।
২৬/০৯/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন