বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

ফটোব্লগার কামাল উদ্দিন ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা


আজ ১ জানুয়ারি আমাদের সবার কাছে অতি প্রিয় ফটোব্লগার কামাল উদ্দিন এর শুভ জন্মদিন। ইতিমধ্যে তিনি সুন্দর সুন্দর ছবি পোষ্ট দিয়ে আমাদের মন জয় করেছেন এবং তাঁর তোলা চমকার ছবি দেখে আমরা অনেকেই তাঁর প্রিয় ভক্ত হয়ে উঠেছি এই স্বল্প সময়ে তাঁর গুণের কথা লিখে শেষ করা যাবে না। ইতিমধ্যেই তিনি তাঁর নিজ গুণে আমাদের সকলের প্রিয় মুখে পরিণত হয়েছেন।
তাছাড়া ব্লগের শুরু থেকেই এই গুণী ব্লগার সকল সহব্লগারদের সাথে সুন্দর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুস্থ সুন্দর শালীন ব্লগিং করে আসছেন। ইদানিং তিনি ফটোব্লগের পাশাপাশি কবিতাও লেখেন। আসুন আমরা সুপ্রিয় কামাল উদ্দিন কে তাঁর শুভজন্মদিনে আমাদের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানাই।
জীবন বৃত্তান্ত: তিনি নরসিংদী জেলার মাধবদীতে ১৯৭১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর পেশা ব্যবসা। আর নেশা বিভিন্ন ব্লগে ফটোব্লগিং করা। ইতিমধ্যে তিনি বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় ভ্রমণ করেছেন। বাংলাদেশের বাইরেও বেশ কয়েকটি দেশে গিয়েছেন। পায়ে হেটে ঢাকা টু চট্টগ্রাম ও ঢাকা টু সিলেট হাঁটা শেষ করেছেন। 
ব্লগ থেকে পাওয়া জীবনী: বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র ......
ফটোব্লগার কামাল উদ্দিনের জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি শতবছর আয়ু নিয়ে বেঁচে থাকুন এই কামনা করি।
ফটোব্লগার কামাল উদ্দিন এর কয়েকটি জনপ্রিয় ফটো এখানে শেয়ার করলাম।

কোন মন্তব্য নেই: