সোমবার, ২৩ মে, ২০১৬

আত্মজীবনী

পরিবার পরিচিতি:
আমার বাপ চাচারা দুই ভাই দুই বোন ছিলেন। আমার বাবা শরীফ হোসেন ছিলেন সবার ছোট। 

তুমি এলে জীবনে

তুমি এলে জীবনে
জেনে গেছি আজ আমি
কি সুখ মিলনে।
প্রতিদিন দেখা হয় নির্জনে
আমরা দু’জন এক সাথে
কথা বলি গোপনে।
২৪/০১/২০০১ খ্রিষ্টাব্দ

পাগল

পৃথিবীর সব মানুষই পাগল।
কেউ অর্থের জন্য পাগল,
অর্থের নেশায় ডুবে থাকে সারাক্ষণ
কেউ নারীর জন্য পাগল,

নিমন্ত্রণ

যাবে ভাই যাবে,আমাদের গায়ে,
যেথায় পাবে আম, জাম, কাঁঠাল, কলা
আরো পাবে আনারস, বেদেনা, আতা।

তোমার ভালোবাসা পাইনি

আমি সাগর দেখিছি
সাগরের গর্জন শুনিনি।
আমি আকাশ দেখেছি
আকাশের বিশালতা দেখিনি।

তুমি জানতে কি চাও?

তুমি জানতে কি চাও কেন রাত জেগে কবিতা লিখি?
তুমি জানতে কি চাও কেন তোমাকে নিয়ে এখনও ভাবি?
তুমি জানতে কি চাও কেন কেঁদে কেঁদে বুক ভাসাই?
তুমি জানতে কি চাও কেন হৃদয়ের মাঝে বাজে হাহাকারের সুর?
তুমি জানতে কি চাও কেন তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি?

শুধু তুমি

ভ্রমণ করতে হয় কিন্তু পারি না
কারণ শুধু তুমি।
বই পড়তে ইচ্ছে হয় কিন্তু পারি না

ভালোবাসা তুমি কী?

ভালোবাসা তুমি কী?
সবাইকে ফাঁকি দিয়ে দু’জনে চুপি চুপি কথা বলা,
নাকি! রাত জেগে চিঠি লেখা।

ভাল নয়

ভালো নয় ঝগড়া ঝাটি
ভালো নয় প্রেম প্রীতি,
বেপর্দা চলাফেরা
ভালো নয় মিছে কথা বলা
ঘুরে ফিরে চলা।
২০/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ

সেরা দুই জুটি

আমাদের ক্লাশে আছে সেরা দুই জুটি
তাদের প্রেমে নেই কোন টুটি।
প্রথম জুটি হল মাসুম-ঝুমা
দ্বিতীয় জুটি হল দেলোয়ার সোমা।

ছবি

দূরে গেলেও আমায় তুমি
ভুলিওনা ছবি,
তোমার কথা ভাবতে ভাবতে
হয়ে যাব কবি।

প্রিয়া

প্রিয়া তোমার জন্মদিনে
তাজা ফুলের শুভেচ্ছা
তোমার সাথে প্রেম করতে
আমার জাগে ইচ্ছা।

প্রিয়তমা

ওগো আমার প্রাণের প্রিয়তমা
চিঠির শুরুতে নিও আমার একখানা চুমা।
কেমন আছগো জানতে ইচ্ছে করে
তুমি এখন নিশ্চয় অনেক দূরে।

তোমায় আমি ভালোবাসি

যখনি তোমার দিকে আমি তাকাই
তখনি আমার হৃদয় দোয়ারে,
তোমাকে পাবার আশা জাগে।
যখনি দেখি ঐ চোখ দু’টি তোমার,

কোন এক নিঝুম রাতে

কোন এক নিঝুম রাতে
পড়ে ছিল তোমায় মনে
সেই থেকে তোমাকে খুঁজে বেড়াই
স্বপ্ন আর বাস্তবতার মাঝে।

রুমানা

রুমানা
তুমি জানলে না
আঘাতের যন্ত্রণা
তোমাকে ভালোবেসে
পেয়েছি লাঞ্ছনা।

খাদিজা!

খাদিজা!
তোমার কথা মনে পড়ে
কেমন আছ স্বামীর ঘরে
কোথায় হারিয়ে গেলে
একথা মনে হলে
সইতে পারি না।

আমি দু’জনার

মানিক ভালোবাসে রীমাকে,
ঝুমা বলে, মানিক ভালোবাসি তোমাকে।
মানিক বলে, ক্ষমা কর আমায় আমি রীমাকে ভালোবাসি,
ঝুমা বলে, দেখ মানিক ও কিন্তু একটা দাসী।

ভুল সবই ভুল

তোমায় আমি ভালোবেসে করছি যে ভুল,
একশত ভাগ সত্যি কথা মিথ্যে নয় এক চুল,
ভালোবাসা করে আমি হারাইছি একুল ওকুল।
তুমি আমার জীবনকে করলে হরণ,

সুমনা

সুমনা!  তুমিতো আমায় ভুলে গেছ?
ভুলার তো কথাই!
কারণ আমার চেয়ে যে
ভাল একটা বর পেয়েছ তুমি।
তোমারতো সবই ছিল রূপ-যৌবন-রস

আমি তোমার

আমি তোমার চাঁদ
তুমি আমার চাঁদের হাসি,
তাই তোমায় ভালোবাসি।
আমি তোমার ভ্রমর,
তুমি আমার গোলাপ ফুল
তোমায় চিনতে হয়নি ভুল।
২৫/০১/২০০১ খ্রিষ্টাব্দ

শুধু তোমার কারণে

কথা ছিল দু’জনে
বিয়ে করব গোপনে,
শুধু তোমার কারণে
ঘর হল না জমিনে।

চলে গেছ আমায় ফেলে

ওগো তুমি কোথায় যাও আমায় ফেলে,
তুমি আমায় নিয়ে যাও ডানা মেলে।
সেথায় খুশী যাও, চলে যাও,
যারে খুশী প্রেম তারে দাও,

কিছু কথা

(১)
পৃথিবীতে সবাই পাগল
কেউ অর্থের জন্য
কেউ বা নারীর জন্য।

ইটিভি

ইটিভি তুমি এসেছ
সবার ঘরে ঘরে,
তোমার জন্য কেউ
থাকতে পারে না ঘরে।

তোমার আমার

যখন আমি পেয়েছি তোমার ভালবাসা,
তখন পূর্ণ হলো আমার সকল আশা।
যখন তোমার মুখের দিকে তাকাই আমি,
তখন আমার হৃদয় দুয়ারে আসো তুমি।

সাক্ষাৎ

প্রতিদিন আমি আসি স্টেশনে,
খুঁজি তোমাকে মনে মনে।
তোমার অপেক্ষায় বসে থাকি ততক্ষণ,
তোমার দেখা না পায় যতক্ষণ।
তোমার সাক্ষাৎ যখন পায়,

রবিবার, ২২ মে, ২০১৬

পর্দা

পর্দা করা ফরয
জেনে রেখ বোন,
পর্দা হল নারীর
পরশ পাওয়া ধন।

ঈদ আনন্দ

ছোট্ট সোনা করছে হৈচৈ
করবে খুশীর ঈদ,
এই খুশীতে সোনার চোখে
নেই কোন নিঁদ।
আজকে শুধু খুশীর ঈদ
করবে খেলাধূলা,
আনন্দ আর হেসে
কেটে যাবে বেলা।
০৯/১০/২০১৩ খ্রিষ্টাব্দ

শপথ

রাখব না আর মুখ বন্ধ করে
বলব কথা দেশের তরে,
সত্য কথা বলে যাব
রইব না আর পিছে পড়ে।

অপু

অপু নামের ছেলেটি
দিন রাত ঘুরে বেড়ায়,
কনকনে শীতে কাপে
শীতের জামা নেই গায়।

বানভাসির কান্না

১.
চারদিকে বন্যা
ভানবাসির কান্না
হয় না ঘরে রান্না
লাগে মনে ঘেন্না।

সর্বনাশী বন্যা

চারদিকে বন্যার পানি
করছে মানুষ হাহাকার
অর্ধহারে অনাহারে মরছে
পাচ্ছে না কোন আহার।

মায়ের মতো

মায়ের মত আপনজন
এই ভুবনে নাই,
মায়ের কাছে থেকে
ভালবাসা পাই।

খবর

নিজে ঘরের খবর
নিচ্ছি রোজ,
প্রতিবেশীর হাঁড়ির খবর
রাখিনা কভু খোঁজ।

আর নয় নকল

নকলের যুগ চলে গেছে
জেনে রেখ ভাই,
লেখাপড়া ছাড়া
কোন উপায় নাই।

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে সকাল দুপুর।
বৃষ্টি পড়ে টুপটাপ
ঘরে বসে চুপচাপ।

পরীক্ষায় নকল

ছাত্র-ছাত্রীর পকেট ভরা নকল,
বড় বড় নেতারা কেন্দ্র করে দখল।
পরীক্ষাতে করে নকল,
খাটায় কত কৌশল,

কথা

দুনিয়াতে আছে ভাই
হরেক রকম কথা,
কথার কারণে অনেকে
পাই আবার ব্যথা।

মানুষ

ছোট বড় অনেক মানুষ
পৃথিবীতে ভাই,
ক্ষণস্থায়ী পৃথিবীতে
মানুষের অভাব নেই।

গরিব বলে

গরিব বলে রাত কাটাই ফুটপাতে
কেউ দেয় না এক মুঠো ভাত খেতে।
এখানে খাদ্য আছে খাওয়ার উপায় নেই,
মানুষ আছে দয়ামায়া নেই।

পরীক্ষা

সামনে আমার পরীক্ষা
চিন্তা করে মরি,
ভাবছি বসে কোনটা রেখে
কোনটা আমি ধরি।

সোনার দেশ

কে আছ ভাই বল দেখি
কোনটি সোনার দেশ,
সুজলা, সুফলা, শস্য-শ্যামলা
রূপের নাই যে শেষ।
কোথায় আছে মিষ্টি মধুর কলতান,
ময়না কোকিলের কুহুকুহু গান।
সে যে আমার জন্মভূমি বাংলাদেশ।

ছোট্ট চাচ্চু

ছোট্ট চাচ্চু, ছোট্ট চাচ্চু
কখন তুমি আসবে?
তুমি যদি আস
অনেক মজা হবে।

এমন কেন মানুষের জীবন?

কেউ ফুটপাতে থাকে,
কেউ সাততলায় থাকে।
কেউ শুটকির ভর্তা খায়,
কেউ পোলাও মাংস খায়।
কেউ ছেঁড়া কাঁথায় ঘুমায়,
কেউ লেপ-কম্বলে ঘুমায়।
এমন কেন মানুষের জীবন?

কেউ ভিক্ষা করে,
কেউ চাকুরী করে।
কেউ সন্ত্রাস করে,
কেউ নামায পড়ে।
কেউ দুঃখে থাকে
কেউ আনন্দে থাকে
এমন কেন মানুষের জীবন?
০৩/০৪/২০০৪ খ্রিষ্টাব্দ

বন্ধুর গুণ

নম্র ভদ্র ছেলে কুতুব ভাই,
হিংসা অহংকার তার মধ্যে নাই।
তার কোন তুলনা নাই,
তাই আমি তার গুনগান গাই।

বাংলা ভাষা

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
এই ভাষায় লিখি আমি
কবিতা আর গান।

ময়না পাখি

ময়না পাখি ময়না পাখি
করছ কেন ডাকা ডাকি?
তুমি খুবই কালো
তবুও তোমায় লাগে ভালো।

ঢাকা শহর

ঢাকা শহর নেইকো ঢাকা
সবই খোলা মেলা,
এই শহরেরই চলে দিনে রাতে
খুন ধর্ষণের খেলা।

পলিথিন

ব্যবহার করবোনা আর পলিথিন ব্যাগ
সকলে মিলে করি তাহা ত্যাগ
সুন্দর করতে দেশের পরিবেশ,
গড়তে হবে পলিথিন মুক্ত বাংলাদেশ।
বিকল্প ব্যাগ ব্যবহার করব সুতা বা কাপড়ের
অথবা পাটের বা কাগজের।
২৮/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ

নববর্ষ

বছর ঘুরে এলো আবার নুতন বছর,
শেষ হলো যে পুরানো সব আসর।

আধুনিক নারী

আধুনিক যুগের নারীরা
বুক ফুলিয়ে চলে,
ওড়না রেখে ফেলে
পরপুরুষকে দেখানোর ছলে।

মশা

ছোট্ট একটা প্রাণী
নাম তার মশা,
তার জ্বালায় থাকা যায় না
এক মুহূর্ত বসা।

অমর একুশে ফেব্রুয়ারি

বছর ঘুরে অমর একুশে ফেব্রুয়ারি
আবার এল বাঙ্গালী জাতির তরে,
তাঁদের কথা কেমনে ভুলে যাই
যাঁরা মাতৃভাষার জন্য জীবন দিল অকাতরে।

মৌমাছির উপদেশ

মৌমাছি ডেকে বলে,
একটু দাঁড়াও ভাই
অলস হয়ে থাকা 
এ দুনিয়া নয়।

প্রিয় আমার

ফলের মধ্যে প্রিয় আমার
আম, জাম, কাঁঠাল ও কলা
মাছের মধ্যে প্রিয় আমার
রুই, পুটি, শিং ও মলা।

আমার দেশ

সুজলা সুফলা শস্য শ্যামলা
আমার সোনার বাংলাদেশ
আহ! কি দারুণ
দেখতে লাগে বেশ।

ভাবি আমি

ভাবছি বসে মনে মনে
হব আমি কবি,
কবিতায় লিখব আমি
গরিব দুঃখীর ছবি।
এতিম মিছকিন আছে যারা
পায় না একমুটো ভাত,
অর্ধহারে, অনাহারে
কাটায় দিন রাত।
০৫/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

গঞ্জ সমাচার

সলিমগঞ্জের সলিম ভাই
নারায়ণগঞ্জে কেন যায়?
সিরাজগঞ্জের সিরাজ মিয়া
মদনগঞ্জে করছে বিয়া।

নানী

নানী আমার জানের জান
নানীর পাশে থাকলে
জুড়ায় আমার প্রাণ।
মায়ের পরে নানীর স্থান
নানীর কথা শুনি আমি
করি তাকে সম্মান।
০৪/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

আব্বার স্বপ্ন

আমার আব্বা পড়েন বড় জুব্বা
স্বপ্ন দেখেন তিনি যাবেন মদিনায়,
কাবাঘর দেখে হজ্জ্ব করে,
ফিরবেন নিজ আঙিনায়।

আফজাল

মামাতো ভাই আফজাল
খেলে শুধু ফুটবল।
ভালো লাগেনা পড়তে তার
গল্প শুনতে চায় হাজার হাজার।
কথা বলে বেশি
দাবি করে বাংলাদেশী।
০৪/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

ঈদ মানে

ঈদ মানে
সকাল বেলা
খুশীর মেলা
শিশুর খেলা।

ভুলিনি মা তোমাকে

মা তোমাকে ছেড়ে আসার পড়ে,
বার বার তোমার কথা মনে পড়ে,
এখন আমি একা থাকি অনেক দূরে।
ভুলতে পারিনি তোমাকে এক মূর্হুতের জন্য,
তাইতো খুঁজি তোমাকে হয়ে হন্য,
তোমার কুলে জন্ম নিয়ে হয়েছি আমি ধন্য।
২৫/১১/২০০৩ খ্রিষ্টাব্দ

শুক্রবার, ২০ মে, ২০১৬

স্বরবর্ণের ছড়া

অ = অগাধ জলের মাছ যারা,
আ = আকাশ কুসুম ভাবেন তারা।
ই = ইঁদুর কপালে হয় যারা,

মা-২

একটি অক্ষরে গড়া
একটি নাম মা,
কত মমতা থাকে
বুকের ভেতর জমা।

ঈদ হলো

ঈদ হলো
ধনীর হাসি
গরিবের কান্না,
হাসি খুশীর
এই দিনে
বয়ে যায় বন্যা।

মা-১

মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা।
তুমি দশ মাস দশ দিন
গর্ভে ধারণ করেছ আমায়,

ঈদ এসেছে

ঈদ এসেছে ঈদ এসেছে
সিয়াম শেষে সবার ঘরে ঘরে,
মহান প্রভুর গান গেয়ে যাই
মন প্রাণ উজাড় করে।

ক্ষুধার জ্বালা

এই দুনিয়ায় আছেরে ভাই
সবার ক্ষুধার জ্বালা,
একটি টাকার চাইতে গেলে
কেন মুখ করে কালা?

অংক শিখি

এক একে এক
দেখরে চেয়ে দেখ।

দুই একে দুই
মুসলমানরা ভাই ভাই।

নামতা শিখি

দুই একে দুই
কত সুন্দর খোদার সৃষ্টি
মন মাতানো জুঁই।

শীতের সকাল

মাঘ মাসে শীত সকালে
ঘুম থেকে উঠতে লাগে কষ্ট,
কুয়াশা থাকে চারদিকে
দিনটা হয়ে যায় নষ্ট।

পঞ্চ রুকন

ইসলামের পাঁচ রুকনের
প্রথম রুকন কালেমা,
পড়বে যেজন
থাকবে না তার জামেলা।

টোকাই

রাস্তার পাশে আমার
ভাঙ্গা ঘরে বাস,
ময়লা আবর্জনা কুড়িয়ে
কাটে বার মাস।

কিশোর কণ্ঠ-৩

কিশোর কণ্ঠ তোমায় আমি
ভীষণ ভালোবাসি,
কাছে পেলেই তোমায় আমি
পড়তে নিয়ে বসি।

আয় ছেলেরা আয় মেয়েরা (প্যারোডি)

আয় ছেলেরা আয় মেয়েরা
পাঠশালাতে যাই,
নিরক্ষরতার অভিশাপে
থাকতে নাহি চাই।

ইতিহাস

দাদা বলে,
পুকুর ভরা মাছ ছিল
আর গোয়াল ভরা গাই
কৃষক জেলে সবাই মিলে
আনন্দের গান গেয়ে যাই।

ষড়ঋতু

গ্রীষ্মে গরম পড়ে
হাতে পাখা চাই।
বর্ষায় বৃষ্টি পড়ে
হাতে ছাতা চাই।

লিখব আমি

কলমকে নিলাম বন্ধু করে
লিখব আমি দেশের কথা,
সঠিক কথা লিখে যাব
নোয়াব না কখনো মাথা।

তোমার তুলনা তুমি

মা তুমি শুধু মা,
তোমার সাথে নেই তুলনা।
ভাই-বোন ও স্বজন
কেউ হবে না তোমার মতন।
তাই তো বলি আমি,
তোমার তুলনা তুমি।
০৮/০৬/২০০১ খ্রিষ্টাব্দ

আবেদন

ইলমে দ্বীন
শিক্ষা কর
ঈমান আমল
দৃঢ় কর।

কিশোর কণ্ঠ-২

হাতে নিলাম কিশোর কণ্ঠ
কি মধুর নাম!
তুমি দেখাও সত্যের পথ
তাই তোমায় দেই দাম।

শাওয়ালের চাঁদ

শাওয়ালের চাঁদ উঠেছে
পূব আকাশে ঐ
তাই দেখে ছেলে মেয়েরা
করছে হৈচৈ।

জিহাদ

জিহাদ করতে যাব আমি
দোয়া কর মাগো,
তোমার দোয়া সঙ্গে থাকলে

কিশোর কণ্ঠ-১

কিশোর কণ্ঠ
তুমি শুধু একটি নাম
তাই তোমাকে জানাই সালাম।
কিশোর কণ্ঠ

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

ব্যবধান

কেউ থাকে চব্বিশ তলায়
কেউ থাকে গাছ তলায়
এ কেমন রীতি।
কেউ খাবে ইলিশ ভাজা

ছড়াকার


গভীর রাতে বসে ভাবি
লিখব একটি ছড়া,
অনেক ভেবেও যখন লিখতে পারি না
তখন মেজাজটা হয় চড়া।

সোমবার, ১৬ মে, ২০১৬

আলোকচিত্র











































বাণী

v  মানুষকে সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম, বিরহ ইত্যাদি নিয়েই বেঁচে থাকতে হয়।
v  নারী এমন এক রহস্য জাত, যার সাথে স্বামী পঞ্চাশ বছর এক বিছানায় থেকেও তার রহস্য ভেদ করতে পারে না।
v  দুনিয়ার সব জিনিস আঠা দিয়ে জোড়া লাগানো যায় কিন্তু মন একবার ভেঙ্গে গেলে তা আর জোড়া লাগানো যায় না।
v  সতীত্বহীন নারী পুরুষের কাছে মূল্যহীন।
v  যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়  না।
v  সব মেয়ে প্রেমিকা হতে পারে কিন্তু সব মেয়ে আদর্শ স্ত্রী হতে পারে না।
v  ঘাত প্রতিঘাত ছাড়া মানুষের জীবন পরিপূর্ণ হয় না।
v  মানুষ যা আশা করে না, তাই হয়। এটাই প্রকৃতির নিয়ম। এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে স্বাভাবিক ভাবেই প্রকৃতির নিয়মকে মেনে নিতে হবে।
v  সতীত্বহীন নারী বেঁচে থাকার চেয়ে সতীত্ব নিয়ে মরে যাওয়া উত্তম।
v  প্রেম রোগ বড় রোগ এ রোগের কোন চিকিৎসা নেই।
v  প্রেমে পড়লে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায়। তখন ভালো মন্দ বিচার করার হিতাহিত জ্ঞান থাকে না।
v  বসন্তকাল হচ্ছে প্রেমিক প্রেমিকাদের সর্বোৎকৃষ্টকাল।
v  আদিকাল থেকেই প্রেম চলে আসছে, আজ চলছে, চলবে অনন্তকাল।
v  সব সৃষ্টির আনন্দের চেয়ে মা হওয়ার আনন্দ অনেক বেশি।
v  যে পুরুষ অর্থের বিনিময়ে বিয়ে করে সে পুরুষ নয়, কাপুরুষ।
v  বই মানুষকে ঠকাতে পারে না।
v  ভালোবাসা গড়তে অনেক দিন কিন্তু ভাঙ্গতে কিছুক্ষণ।
v  দু:খের কোন অস্তিত্ব নেই, এটা হচ্ছে সুখের অনুপস্থিতি।
v  প্রতিটি মানুষই দুটি মানুষের ভালোবাসার ফসল।
v  পৃথিবীর এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা।
v  ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় কিন্তু যে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না।
v  সব ছেলেরা একসময় বাবা হয়। কিন্তু সব বাবারা কোনদিন ছেলে হয় না।
v  মানুষ মাত্রই ভুল হয়। প্রকৃত বন্ধু তারাই যারা বন্ধুর সরাসরি ভুল ধরিয়ে না দিয়ে গোপনে ভুল ধরিয়ে দেয়।
v  আসুন আমরা সবাই বই পড়ি। আলোকিত জীবন গড়ি। যদি বই না পড়ি অন্ধকারে রয়ে যাব। অন্ধকার জগৎ থেকে আলোর পথে একমাত্র বই আনতে পারে।
v  আমাদের মধ্যে ভিন্নমত, ভিন্ন রং, ভিন্ন সংস্কৃতির মানুষদের সম্মান করা, শ্রদ্ধা করার প্রবণতা কম।
v  যারা কথা দিয়ে কথা রাখেনি তাদের সঙ্গ ত্যাগ করাই ভাল। কারণ তাদের মুখে মধু থাকলেও অন্তরে থাকে বিষ।
v  শিক্ষা বাণিজ্য ও কোচিং বাণিজ্য বন্ধ না হলে এ দেশের শিক্ষার মান বৃদ্ধি পাবে না।
v  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মূলত শোক দিবস। এদিনে বাংলাদেশের দামাল ছেলেরা ভাষার জন্য জীবন দিয়েছে অথচ এদিনে আমরা আনন্দ ফুর্তি করি!
v  সব পুরুষরাই বিয়ে করার জন্য সতী নারী খুঁজে কিন্তু নিজে কতজন নারীর সতীত্ব নষ্ট করেছে তার হিসেব করে না।
v  মানুষকে কাঁদানো সহজ হাসানো কঠিন। প্রতিটা সৃষ্টির পেছনেই স্রষ্টা থাকে।
v  স্রষ্টাকে যারা খোঁজে পায় না তারাই নাস্তিক হয়।
v  আবেগ দিয়ে জীবন চলে না। জীবন এক নিষ্ঠুর বাস্তবতা।
v  মানুষকে জানোয়ার বললে রাগ হয় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় কেন?
v  একজন মানুষকে মানুষ হওয়ার জন্য যতটুকু পরিশ্রম করতে হয়, আমানুষ হওয়ার জন্য ততটুকু পরিশ্রম করতে হয় না।
v  গাছ প্রতি বছর নতুন করে যৌবনপ্রাপ্ত হয় কিন্তু মানুষ প্রতি বছর যৌবনপ্রাপ্ত হয় না।
v  গরিবের অশান্তি দারিদ্রতা আর ধনীর অশান্তি প্রাচুর্যতা।
v  যারা বিশ্বাসের মর্যাদা রাখে না তারা আর যাই হউক ভদ্রলোক হতে পারে না।
v  মানুষ মানুষের শত্রু হতে পারে কিন্তু বই কখনো মানুষের শত্রু হতে পারে না।
v  এমন বন্ধুর দরকার নেই যে রোদ উঠলে ছাতা দেয়, আর বৃষ্টি হলে ছাতা নিয়ে যায়।
v  বৈশাখের প্রথম দিন পান্তা ইলিশ খাওয়া মানে গরিবের সাথে উপহাস করা।
v  প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলে শিক্ষিত হওয়া যায় কিন্তু সু-শিক্ষিত হওয়া যায় না।
v  মুখ থেকে থুথু ফেললে যেমন ফেরত নেয়া যায় না, তেমনি কোন কথা বলে ফেললে তা আর ফিরিয়ে আনা যায় না। অতএব কোন কথা বলার আগে অবশ্যই ভেবে চিন্তে সাবধানে বলতে হবে।
v  পৃথিবীতে মা-বাবা ব্যতীত আর কেউ নি:স্বার্থভাবে ভালোবাসা দিতে পারে না।

সর্বশেষ আপডেট: ২৮ জুন ২০১৭ খ্রি:

শুক্রবার, ১৩ মে, ২০১৬

অপরূপ মাধবকুণ্ড

নেট থেকে সংগ্রহ করা ছবি
ঝর্ণাকে নাকি পাহাড়ের কান্না বলে। সেই কান্না আবার মানুষকে আনন্দ দেই তা মাধবকুণ্ডে না গেলে বুঝতে পারতাম না। মহান আল্লাহ তায়ালা নিজ হাতে গড়া এই ঝর্ণাকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম। হবেই না কেন? কারণ পাহাড়ে গা ফুঁড়ে অঝোর ধারায় সাঁ সাঁ শব্দে নেমে আসছে পানি। অসংখ্য জলকণার মিলন মেলায় সৃষ্টি হচ্ছে সঙ্গীত। বাতাসে সেই সঙ্গীতের সুর উঠা নামা করছে। এই সুরের মুর্ছনা শুনার জন্য সারা বছর দেশের অগুণিত দর্শক ছুটে আসছে এখানে। তাই আমরা কিছু ভ্রমণ প্রিয়াসী ছুটে গিয়েছিলাম সেই সঙ্গীতের সুরের মুর্ছনায় মুগ্ধ হওয়ার জন্য। বন্ধুদের মধ্যে ছিল প্রিয় বন্ধু আব্দুল্লাহ আল নোমানসহ আরো অনেকে।

রবিবার, ৮ মে, ২০১৬

মাকে ভালোবাসার জন্য দিবসের কোন প্রয়োজন নেই


জন্মদাত্রী হিসেবে আমার, আপনার সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, দুই বছর স্তন্য দান করে, আমার আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত ক্রমাগত ত্যাগ স্বীকার করে তিলে তিলে আমাকে আপনাকে বড় করেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত তাই করে যাবেন। যে মায়ের পায়ের নীচে আমার আপনার জান্নাত। যেই মায়ের জন্য আমরা কখনো কোথাও আঘাত পেলেই ‘মাগো’ বলে চিৎকার করি, সেই মাকে সম্মান দেখানোর জন্য বছরে একটি মাত্র দিন!