ঈদ এসেছে
ঈদ এসেছে ঈদ এসেছে
সিয়াম শেষে সবার ঘরে ঘরে,
মহান প্রভুর গান গেয়ে যাই
মন প্রাণ উজাড় করে।
ঈদ এসেছে, ঈদ এসেছে
আয়রে মুসলিম আয়,
সব ভেদাভেদ ভুলে
মোরা এক হয়ে যাই।
ঈদ এসেছে, ঈদ এসেছে
চল মুসলিম ঈদগাহেতে চল,
ঈদের নামায পড়ে
বাড়ি ফিরি দলের দল।
২৪/১০/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন