শুক্রবার, ২০ মে, ২০১৬

মা-১

মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা।
তুমি দশ মাস দশ দিন
গর্ভে ধারণ করেছ আমায়,

খোদার পরে মাগো
আপন বলে জানি তোমায়।
তোমার মুখের হাসিটুকু
লাগে বড় ভালো,
তোমার মাঝে খুঁজে
পাই যেন সুখের আলো।
২৪/১০/২০০৩ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: