ক্ষুধার জ্বালা
এই দুনিয়ায় আছেরে ভাই
সবার ক্ষুধার জ্বালা,
একটি টাকার চাইতে গেলে
কেন মুখ করে কালা?
একটি টাকা দাওনা ভাই
কেন কর ঘৃণা?
তোমার দেয়া একটি টাকায়
বেঁচে যাব আমি কচি সোনা।
আমরা আছি বলে ভাই
তোমরা থাক সাত তলায়,
আমরা না থাকলে
তোমরাও থাকতে গাছ তলায়।
১১/১০/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন