অংক শিখি
এক একে এক
দেখরে চেয়ে দেখ।
দুই একে দুই
মুসলমানরা ভাই ভাই।
তিন একে তিন
তাক দিনা দিন দিন।
চার একে চার
কুরআন পড় বারবার।
পাঁচ একে পাঁচ
নাচরে তোরা নাচ।
ছয় একে ছয়
জীবন হবে ক্ষয়।
সাত একে সাত
পড় দিন রাত।
আট একে আট
চাষ কর পাট।
নয় একে নয়
নেই কোন ভয়।
দশ একে দশ
কুড়াও তুমি যশ।
০৬/১০/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন