শীতের সকাল
মাঘ মাসে শীত সকালে
ঘুম থেকে উঠতে লাগে কষ্ট,
কুয়াশা থাকে চারদিকে
দিনটা হয়ে যায় নষ্ট।
কুয়াশার জন্য উঠতে
পারে না সূর্য,
এভাবে বসে থাকতে
মানুষের থাকে না ধৈর্য্য।
গৃহিণীরা শীত সকালে
বানায় নতুন পিঠা
সেই পিঠা খেতে
লাগে খুব মিঠা।
২৭/০৯/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন