পঞ্চ রুকন
ইসলামের পাঁচ রুকনের
প্রথম রুকন কালেমা,
পড়বে যেজন
থাকবে না তার জামেলা।
দ্বিতীয় রুকন নামায
পড়বে যেজন,
পরকালে পাবে সোনার তাজ।
তৃতীয় রুকন রোজা
রাখবে যেজন,
হয়ে যাবে সে সোজা।
চতুর্থ রুকন হজ্জ্ব
করবে যেজন,
পাবে সম্মান যশ।
পঞ্চম রুকন যাকাত
দিবে যেজন,
সম্পদ বৃদ্ধি হবে নগত।
২৭/০৯/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন