তোমায় আমি ভালোবেসে করছি যে ভুল,
একশত ভাগ সত্যি কথা মিথ্যে নয় এক চুল,
ভালোবাসা করে আমি হারাইছি একুল ওকুল।
তুমি আমার জীবনকে করলে হরণ,
কেন যে আমি তোমায় তখন দিয়েছিলাম মন?
জানতাম না তোমার মন যে, পরিবর্তন হয় যখন তখন।
তোমায় ভালোবেসে পেয়েছি জ্বালা,
পড়েছি বুকে শুধু আগুনের মালা,
তখনো জানতামনা তোমার মন যে এত কালা।
তোমরা করতে পার যখন তখন প্রেম-প্রীতি
এই বুজি তোমাদের ধর্মের নীতি,
মূহুর্তে টেনে নিতে পার জীবনের ইতি।
০৪/১১/২০০৩ খ্রিষ্টাব্দ
একশত ভাগ সত্যি কথা মিথ্যে নয় এক চুল,
ভালোবাসা করে আমি হারাইছি একুল ওকুল।
তুমি আমার জীবনকে করলে হরণ,
কেন যে আমি তোমায় তখন দিয়েছিলাম মন?
জানতাম না তোমার মন যে, পরিবর্তন হয় যখন তখন।
তোমায় ভালোবেসে পেয়েছি জ্বালা,
পড়েছি বুকে শুধু আগুনের মালা,
তখনো জানতামনা তোমার মন যে এত কালা।
তোমরা করতে পার যখন তখন প্রেম-প্রীতি
এই বুজি তোমাদের ধর্মের নীতি,
মূহুর্তে টেনে নিতে পার জীবনের ইতি।
০৪/১১/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন