মানিক ভালোবাসে রীমাকে,
ঝুমা বলে, মানিক ভালোবাসি তোমাকে।
মানিক বলে, ক্ষমা কর আমায় আমি রীমাকে ভালোবাসি,
ঝুমা বলে, দেখ মানিক ও কিন্তু একটা দাসী।
রীমা রেগে গিয়ে বলে, কি বললি ঝুমা!
এখনই তুর ছিড়ছি গায়ের জামা।
আমার মানিককে তুই নিতে চাস,
তুর গলায় দেব এখন ফাঁস।
ঝুমা বলে, তুর এত বড় সাহস,
এখনই মিঠাচ্ছি তোর প্রেম করার খায়েশ।
হঠাৎ মানিক বলে, ঝুমা তুমি আমাদের প্রেমে বাঁধা দিওনা,
আমি রীমাকে ছাড়া বাঁচব না।
ঝুমা অশ্রুসিক্ত নয়নে বলে, না, না তুমি অন্য কারো নও,
আমি একমাত্র হতে চাই তোমারই বউ।
একথা শুনে রীমা রেগে গিয়ে দেয় ঝুমার চুলে টান,
এ দৃশ্য দেখে যাচ্ছে মানিকের মান সম্মান।
মানিক কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলে উঠল, আমি দু’জনার।
ভাগ করে নাও দেহ আমার।
০৫/১১/২০০৩ খ্রিষ্টাব্দ
ঝুমা বলে, মানিক ভালোবাসি তোমাকে।
মানিক বলে, ক্ষমা কর আমায় আমি রীমাকে ভালোবাসি,
ঝুমা বলে, দেখ মানিক ও কিন্তু একটা দাসী।
রীমা রেগে গিয়ে বলে, কি বললি ঝুমা!
এখনই তুর ছিড়ছি গায়ের জামা।
আমার মানিককে তুই নিতে চাস,
তুর গলায় দেব এখন ফাঁস।
ঝুমা বলে, তুর এত বড় সাহস,
এখনই মিঠাচ্ছি তোর প্রেম করার খায়েশ।
হঠাৎ মানিক বলে, ঝুমা তুমি আমাদের প্রেমে বাঁধা দিওনা,
আমি রীমাকে ছাড়া বাঁচব না।
ঝুমা অশ্রুসিক্ত নয়নে বলে, না, না তুমি অন্য কারো নও,
আমি একমাত্র হতে চাই তোমারই বউ।
একথা শুনে রীমা রেগে গিয়ে দেয় ঝুমার চুলে টান,
এ দৃশ্য দেখে যাচ্ছে মানিকের মান সম্মান।
মানিক কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলে উঠল, আমি দু’জনার।
ভাগ করে নাও দেহ আমার।
০৫/১১/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন