খাদিজা!
তোমার কথা মনে পড়ে
কেমন আছ স্বামীর ঘরে
কোথায় হারিয়ে গেলে
একথা মনে হলে
সইতে পারি না।
খাদিজা!
একবারও কি ভাবনা?
আমার কথা কি মনে পড়ে না?
তুমি এত নিষ্ঠুর হলে
কেমন করে ভুলে গেলে
দিয়ে শুধু যন্ত্রণা ॥
খাদিজা!
যখন ভাবি, কেন তুমি এমন হলে?
তখন যাই দুনিয়ার কথা ভুলে।
তুমি কথা দিয়ে কথা রাখনি,
আমাকে তুমি ভালোবাসনি ॥
২৭/১২/২০০৩ খ্রিষ্টাব্দ
তোমার কথা মনে পড়ে
কেমন আছ স্বামীর ঘরে
কোথায় হারিয়ে গেলে
একথা মনে হলে
সইতে পারি না।
খাদিজা!
একবারও কি ভাবনা?
আমার কথা কি মনে পড়ে না?
তুমি এত নিষ্ঠুর হলে
কেমন করে ভুলে গেলে
দিয়ে শুধু যন্ত্রণা ॥
খাদিজা!
যখন ভাবি, কেন তুমি এমন হলে?
তখন যাই দুনিয়ার কথা ভুলে।
তুমি কথা দিয়ে কথা রাখনি,
আমাকে তুমি ভালোবাসনি ॥
২৭/১২/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন