সোমবার, ২৩ মে, ২০১৬

রুমানা

রুমানা
তুমি জানলে না
আঘাতের যন্ত্রণা
তোমাকে ভালোবেসে
পেয়েছি লাঞ্ছনা।

রুমানা
তুমি বুঝলে না
তুমি শুনলে না
আমার সাথে
করেছ ছলনা ॥

রুমানা
অন্য পুরুষকে নিয়ে
পালিয়ে গিয়ে
হয়েছ তুমি
চরিত্রহীনা ॥

রুমানা
কত কষ্ট দিয়েছ তুমি
জানে শুধু অর্ন্তযামী
তবুও তুমি সুখি হও
এই মোর কামনা ॥
২৬/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: