বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

ছড়াকার


গভীর রাতে বসে ভাবি
লিখব একটি ছড়া,
অনেক ভেবেও যখন লিখতে পারি না
তখন মেজাজটা হয় চড়া।

শত চেষ্টায় যখন
মিলেনা কোন ছন্দ,
কি করে ছড়াকার হব
কপাল আমার মন্দ।
২০/০৯/২০০০ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: