বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

ব্যবধান

কেউ থাকে চব্বিশ তলায়
কেউ থাকে গাছ তলায়
এ কেমন রীতি।
কেউ খাবে ইলিশ ভাজা

কেউ অনাহারে পাইবে সাজা
এ কেমন প্রীতি।
কেউ খায় পোলাও ভাত
কেউ দুঃখে কাটায় দিনরাত
এরকি নেই কোন ইতি?
আল্লাহ দিয়েছিল সমাধান
ধনীরা করে না গরিবকে দান
এটা কেমন নীতি।
২০/০৯/২০০০ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: