কোন এক নিঝুম রাতে
পড়ে ছিল তোমায় মনে
সেই থেকে তোমাকে খুঁজে বেড়াই
স্বপ্ন আর বাস্তবতার মাঝে।
পাইনা কোথাও তোমায় খুঁজে
তুমি কোথায় হারিয়ে গেলে
যাও যেথায় যতই দূরে
থাকবে তুমি এই মনের মাঝে।
মনে যদি কভু পড়ে আমায়
ফিরে এসো কোন নিঝুম রাতে
বলব কথা দু’জনে মিলে
ছাদে উঠে কোন এক সাঁেঝ।
২৮/১২/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন