যখনি তোমার দিকে আমি তাকাই
তখনি আমার হৃদয় দোয়ারে,
তোমাকে পাবার আশা জাগে।
যখনি দেখি ঐ চোখ দু’টি তোমার,
মনে হয় খুন হয়ে যাব না পেলে তোমায়।
তোমার হাসি আমার মনে আশা জাগায়,
তোমার ঘৃণা আমার মনে কষ্ট দেয়।
তোমার কালো চুল যখন উড়ে বাতাসে,
তখন মনে হয় চেয়ে থাকি নীরবে নিবৃতে।
যখনি পড়ে তোমার দৃষ্টি এ অধমের দিকে,
মনে হয় জীবন সার্থক হলো তোমার চাহনিতে।
আমি তোমার অপেক্ষায় আছি
কবে তুমি আমায় মুখ ফুটে বলবে,
তোমায় আমি ভালোবাসি।
২৯/১২/২০০৩ খ্রিষ্টাব্দ
তখনি আমার হৃদয় দোয়ারে,
তোমাকে পাবার আশা জাগে।
যখনি দেখি ঐ চোখ দু’টি তোমার,
মনে হয় খুন হয়ে যাব না পেলে তোমায়।
তোমার হাসি আমার মনে আশা জাগায়,
তোমার ঘৃণা আমার মনে কষ্ট দেয়।
তোমার কালো চুল যখন উড়ে বাতাসে,
তখন মনে হয় চেয়ে থাকি নীরবে নিবৃতে।
যখনি পড়ে তোমার দৃষ্টি এ অধমের দিকে,
মনে হয় জীবন সার্থক হলো তোমার চাহনিতে।
আমি তোমার অপেক্ষায় আছি
কবে তুমি আমায় মুখ ফুটে বলবে,
তোমায় আমি ভালোবাসি।
২৯/১২/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন