ওগো আমার প্রাণের প্রিয়তমা
চিঠির শুরুতে নিও আমার একখানা চুমা।
কেমন আছগো জানতে ইচ্ছে করে
তুমি এখন নিশ্চয় অনেক দূরে।
আশা করি ভালো আছ, ভালো থাকিও
আমার কথা মাঝে মাঝে মনে করিও।
মনে পড়ে কি? ছিলাম আমি যখন একা
হয়েছে তোমার সাথে তখন দেখা।
সেদিন থেকে শুরু হল দু’জনের মেলামেশা
চিঠির ভাষায় দিলে একটু আশা।
হে প্রিয়তমা একদা পেয়েছিলাম তোমাকে নির্জনে
কত কথা না বলেছিলাম তখন দু’জনে।
জীবনের প্রথম লগ্নে পেয়েছি প্রেমের বার্তা
তাইতো চিঠি লিখতে বসেছি নিয়ে কলম, খাতা।
কি লিখিব তোমায়, পাইনা খুঁজে ভাষা
আমি চাই শুধু তোমার ভালোবাসা।
তুমি সারা জীবন পাশে থেক এ মোর কামনা
কখনো দিওনা আমাকে বেদনা।
পরিশেষে বলি, শুন্য হৃদয় পূণ্য হয়েছে তোমার চিঠির ভাষায়
রইলাম চেয়ে তোমার উত্তরের আশায়।
৩০/১২/২০০৩ খ্রিষ্টাব্দ
চিঠির শুরুতে নিও আমার একখানা চুমা।
কেমন আছগো জানতে ইচ্ছে করে
তুমি এখন নিশ্চয় অনেক দূরে।
আশা করি ভালো আছ, ভালো থাকিও
আমার কথা মাঝে মাঝে মনে করিও।
মনে পড়ে কি? ছিলাম আমি যখন একা
হয়েছে তোমার সাথে তখন দেখা।
সেদিন থেকে শুরু হল দু’জনের মেলামেশা
চিঠির ভাষায় দিলে একটু আশা।
হে প্রিয়তমা একদা পেয়েছিলাম তোমাকে নির্জনে
কত কথা না বলেছিলাম তখন দু’জনে।
জীবনের প্রথম লগ্নে পেয়েছি প্রেমের বার্তা
তাইতো চিঠি লিখতে বসেছি নিয়ে কলম, খাতা।
কি লিখিব তোমায়, পাইনা খুঁজে ভাষা
আমি চাই শুধু তোমার ভালোবাসা।
তুমি সারা জীবন পাশে থেক এ মোর কামনা
কখনো দিওনা আমাকে বেদনা।
পরিশেষে বলি, শুন্য হৃদয় পূণ্য হয়েছে তোমার চিঠির ভাষায়
রইলাম চেয়ে তোমার উত্তরের আশায়।
৩০/১২/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন