আমার কেবল ইচ্ছে করে পাখির মতো উড়তে
মত মাতানো ফুলবাগানে সকাল বিকাল ছুটতে
আমার কেবল ইচ্ছে করে লেখাপড়া শিখতে
জ্ঞান-বিজ্ঞানের উচ্চ শাখায় মনযোগে পড়তে
আমার কেবল ইচ্ছা করে সবার সাথে মিশতে
বাবা-মাকে সোহাগ ভরে ইচ্ছামত ডাকতে
আমার কেবল ইচ্ছে করে গরীবকে ভালবাসতে
তাদের সুঃখ দুঃখের কথা কান পেতে শুনতে
আমার কেবল ইচ্ছে করে দ্বীনের পথে চলতে
কুরআন হাদীস পড়ে জীবনটাকে গড়তে
০৫/০৫/২০১৪ খ্রিষ্টাব্দ
২টি মন্তব্য:
আমার কেবল ইচ্ছে করে পাখির মতো উড়তে
মত মাতানো ফুলবাগানে সকাল বিকাল ছুটতে
আমার কেবল ইচ্ছে করে লেখাপড়া শিখতে
জ্ঞান-বিজ্ঞানের উচ্চ শাখায় মনযোগে পড়তে
*************
ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন