সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ৫ জানুয়ারি ২০১৩ শনিবার রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে। তাদের এই যৌক্তিক দাবীর সাথে আমি একমত। কারণ বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে সেশনজট দিন দিন বাড়ছে, যেখানে একজন শিক্ষার্থীকে তার ছাত্র জীবন শেষ করতে ২৮/২৯ বছর সময় লেগে যায় সেখানে এই দাবীটা অযৌক্তি নয়। যেমন
ধরুন একজন ছাত্র ছয় বছর বয়সে স্কুলে ভর্তি হলো। এখন প্লে থেকে মাধ্যমিক পাশ করতে সময় লাগে ১২ বছর। তখন ছাত্রটির বয়স হয় ১৮ বছর। তারপর উচ্চ মাধ্যমিক পাশ করতে লাগে আরো দুই বছর। তখন ছাত্রটির বয়স হয় ২০ বছর। তারপর উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই করতে হয় অন্তত ১ বছর। দুর্ভাগাদের জন্য ২ বছর। ৪ বছরের অনার্স করতে সময় লাগে ৬ বছর। আর ১ বছরের মাস্টার্স করতে সময় লাগে ২ বছর। এখন দেখা যাচ্ছে একজন ছাত্রকে সম্পূর্ণ শিক্ষা জীবন শেষ করতে সময় লাগে (২০+১+৬+২) = ২৯ বছর। যেখানে সেশনজট না থাকলে শিক্ষা জীবন শেষ হতো ২৩ বছরে। সেশনজটের কারণে আমাদের জীবন থেকে অকালে ঝড়ে যায় ৫/৬টি বছর। আর কারো যদি ১/২ বছর খারাপ রেজাল্ট বা কোন কারণে গ্যাপ থাকে তাহলেতো বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি চাকরির বয়স সীমা এমনিতেই শেষ হয়ে যায়। আর যারা নিয়মিতভাবে লেখাপড়া করে ২৮/২৯ বছরে শিক্ষা জীবন শেষ করে তাদের জন্য ১/২টি বছর চাকরির জন্য প্রস্তুতি কিছুই না। বর্তমানে একটি পদের জন্য যেখনে ২০ জন প্রতিযোগী অংশ নেই, সেখানেই কিভাবে প্রতিযোগীতায় টিকে এই স্বল্প সময়ে চাকরি নামক সোনার হরিণ পাবে? বিবেকবানদের একটু ভেবে দেখা উচিত। বর্তমান সরকারের প্রতি আমার জোর দাবি থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে যদি ৩২ বছর পর্যন্ত চারকরির সুযোগ দিতে পারেন তাহলে সাধারণ জনগণ কি দোষ করছে? কেন এই বৈষম্য সৃষ্টি? সরকারি চাকরিতে অবসরে যাওয়া বয়স যদি বাড়াতে পারেন তাহলে কেন সাধারণ জনগণের সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ানো যাবে না। অতএব সরকারের প্রতি আমাদের দাবী- হয় সরকারি চাকুরিতে বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করা হোক নয়তো বা সেশনজট কমানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক। আর বর্তমানে যারা সেশন জটের যাতাকলে পিষ্ঠ হয়ে ৫/৬টি বছর নষ্ট করছে তাদেরকে ৩৫ বছর পর্যন্ত চাকরিতে আবেদন করার সুযোগ দেয়া হোক। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, দেশে একজন বেকার থাকা মানে গোটা জাতির বোঝা, পরিবারের বোঝা, সমাজের বোঝা।
রচনাকালঃ ১৪ জানুয়ারি ২০১৩ খ্রি:
রচনাকালঃ ১৪ জানুয়ারি ২০১৩ খ্রি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন