বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

তুলনা

তুমি আছ সুখে,
আমি আছি দুঃখে।
তোমার দিনগুলো কাটছে
আনন্দের মাঝে।
আমার দিনগুলো কাটে,
বিষন্নতায়।
তুমি স্বামী, সংসার নিয়ে ব্যস্ত।
আমি নিসঙ্গ জীবন নিয়ে
বেঁচে আছি।
এভাবে হাসি আনন্দে
তোমার দিনগুলো কেটে যাবে।
আর আমি!
তোমার স্মৃতি নিয়ে
ধুকে ধুকে মরে যাব।

কোন মন্তব্য নেই: