সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫

হাসির বাক্স-৮



কৌতুক-৩৬
দিপু : চলতো টিপু চোখের ডাক্তারের কাছে যাই।
টিপু : কেন?
দিপু : আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না।
টিপু : তোর চোখ তো একদম ঠিক আছে।
দিপু : (রাগান্বিত হয়ে) তুই কী করে বুঝলি?
টিপু : ওই যে সূর্যটা দেখতে পাচ্ছিস?
দিপু : হ্যাঁ পাচ্ছি!
টিপু : তাহলে আর কতো দূরের জিনিস দেখবি?
কৌতুক-৩৭
স্ত্রী ও স্বামীর মধ্যে কথোপকথন:
স্ত্রী: ওগো জানো, আজ একটি বিশেষ দিন?
স্বামী: কিসের বিশেষ দিন?
স্ত্রী: আজ আমাদের বিবাহবার্ষিকী। তাই তুমি আজ দশটা মুরগি এনো, জমিয়ে পার্টি দেব।
স্বামী: দু:খিত দশ বছর আগে করা আমার একটা ভুলের জন্য এত টাকা খরচ করতে পারব না।

কৌতুক-৩৮
শিক্ষক: বলতো সার্ক (SARC) কী?
ছাত্র: সার্ক (SHARK) একটা হাঙ্গর।
শিক্ষক: কী বল উল্টাপাল্টা! পারলে না । এবার বল ‍সার্কের জন্মদাতা কোন দেশ?
ছাত্র: স্যার সার্কের বেশি জন্ম হয় আফ্রিকা মহাদেশে।

কৌতুক-৩৯
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : দেখেছিস, শামুক কত অলস প্রাণী। তিন ঘণ্টা ধরে দেখছি মাত্র দুই ইঞ্চি এগিয়েছে।
২য় বন্ধু : আর তুইই বা কম কিসে। তিন ঘণ্টা ধরে একই জায়গায় একইভাবে বসে শামুকটাকে দেখছিস।

কৌতুক-৪০
বাবা আর ছেলের মধ্যে আলাপন:
বাবা: সব কিছুতে তর্ক করিস না। আমি কি তোর থেকে কম জানি?
ছেলে: বাবারা কি সবকিছুই ছেলের থেকে বেশি জানেন?
বাবা: অবশ্যই।
ছেলে: বলতো মধ্যাকর্ষন কে আবিষ্কার করেছিলেন?
বাবা: নিউটন।
ছেলে: তাহলে নিউটনের বাবা ওটা আবিষ্কার করতে পারেনি কেন?

কোন মন্তব্য নেই: