আজ ৫ই জানুয়ারি তরুণ কবি আমাদের সবার
কাছেই অতি প্রিয় সহব্লগার আলম শাহ্ শেখ শান্ত এর শুভ জন্মদিন। ইতিমধ্যে
তিনি সুন্দর সুন্দর কবিতা পোষ্ট দিয়ে আমাদের মন জয় করেছেন এবং তাঁর লেখা
চমৎকার কবিতা পাঠে আমরা অনেকেই তাঁর প্রিয় পাঠক হয়ে উঠেছি। এই স্বল্প সময়ে
তাঁর গুণের কথা লিখে শেষ করা যাবে না। তিনি তাঁর নিজ গুণে আমাদের সকলের
প্রিয় মুখে পরিণত হয়েছেন। তাছাড়া ব্লগের শুরু থেকেই এই গুণী তরুণ কবি সকল
সহব্লগারদের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুস্থ সুন্দর শালীন
ব্লগিং করে আসছেন। আসুন আমরা তরুণ কবি সুপ্রিয় ‘শাহ্ আলম শেখ শান্ত’ কে
তাঁর শুভ জন্মদিনে আমাদের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানাই।
ব্লগ থেকে পাওয়া জীবনী: ব্লগে তার সর্ম্পকে জানার মতো কোন তথ্য সংযোজন করেনি।
এই তরুণ কবির একটি কবিতা আপনাদের জন্য শেয়ার করলাম।
নারীর প্রেম
নারীর মাঝে দুঃখ নারীর মাঝেই সুখ
সব যাতনা দূরে যায় দেখলে তার মুখ
ওরা পাগল করে মন হতে প্রিয়জন
অনুরাগে সোহাগে পূর্ণ করে মন ।
সব যাতনা দূরে যায় দেখলে তার মুখ
ওরা পাগল করে মন হতে প্রিয়জন
অনুরাগে সোহাগে পূর্ণ করে মন ।
ওরা বন্দী করে ভালবাসায়
কখনো সপ্ত নরকে ভাসায়
হাসাতে পারে কাঁদাতেও জানে
ভাসাতে পারে সুখ দুঃখের বানে ।
কখনো সপ্ত নরকে ভাসায়
হাসাতে পারে কাঁদাতেও জানে
ভাসাতে পারে সুখ দুঃখের বানে ।
ওরা রজনীগন্ধা সতরে দেখায় রুপ
সুবাসে মোহিত হয়ে দিয়ে যাই ডুব
ওরাই কিন্তু মরণের কারণ
কখনো দেখায় স্বর্গ ভুবন
সুবাসে মোহিত হয়ে দিয়ে যাই ডুব
ওরাই কিন্তু মরণের কারণ
কখনো দেখায় স্বর্গ ভুবন
থাকলে প্রিয়ার প্রেম দুনিয়া ভুলে যাই
তারি মাঝে ভিন্ন জগতের গন্ধ পাই ।
তারি মাঝে ভিন্ন জগতের গন্ধ পাই ।
(সংক্ষেপিত )
তরুণ কবির জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি শতবছর আয়ু নিয়ে বেঁচে থাকুন এই কামনা করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন