আমাদের ক্লাশে আছে সেরা দুই জুটি
তাদের প্রেমে নেই কোন টুটি।
প্রথম জুটি হল মাসুম-ঝুমা
দ্বিতীয় জুটি হল দেলোয়ার সোমা।
একটু সময় পায় যখন চারজনে
হারিয়ে যায় তখন প্রেম ভুবনে।
তারা পাশাপাশি বসে থাকে সারাক্ষণ
একে অপরের জন্য দিতে চায় জীবন।
ঝুমা মেয়েটির মন খুবই কোমল
তাইতো মাসুম পড়েছে তার প্রেমের শিকল।
তারা দু’জনে হাতে হাত রেখে হাঁটে
যখন তখন দেখতে পাই পথে ঘাটে।
সোমা মেয়েটি করে প্রেমের ফন্দি
দেলোয়ারকে করেছে তার জালে বন্দি।
তারা দুজনে ঘুরে রিক্সা করে
চলে যায় দূর থেকে বহুদূরে।
এখানে আছে অল্প সুখ আর অনেক বেদনা
তোমরা হেলায় ফেলিয়া সময় নষ্ট করিওনা।
একদিন তোমাদের ভালোবাসা হবে যখন শূন্য
পারবে না আর কখনো এ সময় করিতে পূর্ণ্য
মাসু-ঝুমা, দেলোয়ার-সোমা এসে আলোর পথে
মন দাও নিজ নিজ পাঠে।
২০/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ
তাদের প্রেমে নেই কোন টুটি।
প্রথম জুটি হল মাসুম-ঝুমা
দ্বিতীয় জুটি হল দেলোয়ার সোমা।
একটু সময় পায় যখন চারজনে
হারিয়ে যায় তখন প্রেম ভুবনে।
তারা পাশাপাশি বসে থাকে সারাক্ষণ
একে অপরের জন্য দিতে চায় জীবন।
ঝুমা মেয়েটির মন খুবই কোমল
তাইতো মাসুম পড়েছে তার প্রেমের শিকল।
তারা দু’জনে হাতে হাত রেখে হাঁটে
যখন তখন দেখতে পাই পথে ঘাটে।
সোমা মেয়েটি করে প্রেমের ফন্দি
দেলোয়ারকে করেছে তার জালে বন্দি।
তারা দুজনে ঘুরে রিক্সা করে
চলে যায় দূর থেকে বহুদূরে।
এখানে আছে অল্প সুখ আর অনেক বেদনা
তোমরা হেলায় ফেলিয়া সময় নষ্ট করিওনা।
একদিন তোমাদের ভালোবাসা হবে যখন শূন্য
পারবে না আর কখনো এ সময় করিতে পূর্ণ্য
মাসু-ঝুমা, দেলোয়ার-সোমা এসে আলোর পথে
মন দাও নিজ নিজ পাঠে।
২০/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন